দুর্নীতির অভিযোগ-লুলার তিন সহযোগী দোষী সাব্যস্ত

ঘুষের বিনিময়ে রাজনীতিবিদদের প্রভাবিত করার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার তিন ঘনিষ্ঠ সহযোগীকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। তাঁরা হলেন লুলার প্রথম মেয়াদে চিফ অব স্টাফের দায়িত্ব পালনকারী হোসে দারসিউ, তৎকালীন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রধান সাবেক গেরিলা হোসে জেনোইনো ও দলের কোষাধ্যক্ষ দেলুবিও সোরেস।


সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র গতকাল বুধবার জানান, বিচারক প্যানেলের ১০ সদস্যের মধ্যে ছয়জনই লুলার এই তিন সহযোগীকে দোষী সাব্যস্ত করেন। নগদ অর্থ এবং অন্যান্য সুবিধা দেওয়ার বিনিময়ে লুলার প্রথম মেয়াদের কোয়ালিশন সরকারকে টিকিয়ে রাখতে তাঁরা পার্লামেন্ট সদস্যসহ রাজনৈতিক দলের নেতাদের সমর্থন আদায় করেন।
'মেনসালাও' (মাসিক বড় অঙ্কের অর্থ বরাদ্দ) হিসেবে পরিচিত ব্রাজিলের সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারির অভিযোগে ৩৭ জন সাবেক মন্ত্রী, ব্যবসায়ী ও রাজনীতিককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই তিনজন তাঁদের অন্যতম। আগস্টের প্রথম দিকে শুরু হওয়া এ বিচারে ইতিমধ্যে ৩০ জন দোষী সাব্যস্ত হয়েছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.