সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আর নেই
কলকাতার প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ (৮২) আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন সিরাজ। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৩০ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর অন্ত্রে সিস্ট ধরা পড়েছিল। দুদিন আগে তাঁর শরীরে অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা করা সম্ভব হয়নি। মুস্তাফা দুই শতাধিক উপন্যাস লিখেছেন। 'অলীক মানুষ' উপন্যাসের জন্য ২০০৫ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। এ ছাড়া আনন্দ, বঙ্কিম পুরস্কারসহ দেশ-বিদেশে বহু সম্মান অর্জন করেন তিনি। আজ বুধবার মুর্শিদাবাদে পৈতৃক বাড়িতে তাঁকে সমাহিত করা হবে।
বর্ষীয়ান এই সাহিত্যিকের মৃত্যুতে পশ্চিমবঙ্গে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশারসহ অনেকেই জানান, মুস্তাফার মৃত্যু সাহিত্য জগতে প্রভাব ফেলবে। মুস্তাফা সিরাজ স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বর্ষীয়ান এই সাহিত্যিকের মৃত্যুতে পশ্চিমবঙ্গে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশারসহ অনেকেই জানান, মুস্তাফার মৃত্যু সাহিত্য জগতে প্রভাব ফেলবে। মুস্তাফা সিরাজ স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
No comments