শকুন রক্ষায় মানববন্ধন

শকুন রক্ষায় বাজার থেকে ডাইক্লোফেনাক ওষুধ বিলুপ্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। বিশ্ব শকুন দিবস উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে প্রাণী অধিকার সংরক্ষণ সংগঠন—‘প্রাধিকার’।


বাংলাদেশ সরকার নিষিদ্ধ করার পরও ডাইক্লোফেনাক ওষুধ প্রাণীর ব্যথানাশক হিসেবে বাজারে অবাধে বিক্রি করায় উদ্বেগ প্রকাশ এবং এ ওষুধ বিক্রি বন্ধের দাবিসংবলিত নানা প্ল্যাকার্ড বহন করা হয় মানববন্ধনে।
মানববন্ধন চলাকালে প্রাধিকারের সভাপতি রাহুল দাশ তালুকদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহামঞ্চদ আলী জিন্নাহ, বাসুদেব পাল, ছদরুল ইসলাম, অনিমেষ রায়, রাশেদুন্নবী আকন্দ ও প্রাধিকারের সাধারণ সম্পাদক জয়প্রকাশ রায়। বক্তারা বলেন, ডাইক্লোফেনাকের ক্রিয়া বহুদিন প্রাণীর শরীরে থাকে এবং এ অবস্থায় প্রাণীটি মারা গেলে মৃতদেহ শকুন খেলে তারও কিডনি আক্রান্ত হয়।

No comments

Powered by Blogger.