সাবেক কমান্ডোর দাবি- ওসামাকে জীবিত ধরার নির্দেশ ছি
আন্তর্জাতিক সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে সম্ভব হলে জীবিত ধরার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযানে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক এক সদস্য এ দাবি করেছেন। ওই সাবেক কমান্ডো সদস্য নো ইজি ডে: দ্য ফার্স্টহ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মিশন দ্যাট কিল্ড ওসামা বিন লাদেন
শিরোনামের একটি বইয়ের লেখক। গতকাল বুধবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
গত বছরের ২ মে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে। ওই অভিযানে অংশগ্রহণকারী সাবেক ওই কমান্ডোর নাম ম্যাট বিসোনেট। তবে তিনি বইটি লিখেছেন মার্ক ওয়েন ছদ্মনামে।
বিসোনেট বলেন, অ্যাবোটাবাদের ওই অভিযান কেবল হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি। প্রশিক্ষণের সময় তাঁদের ওসামাকে সম্ভব হলে জীবিত ধরার নির্দেশ দেওয়া হয়েছিল।
সাক্ষাৎকার গ্রহণের সময় তাঁর মুখ অস্পষ্ট দেখানো হয় এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়। কমান্ডোরা নিরস্ত্র অবস্থায় গুলি করে ওসামাকে হত্যা করে বলে দাবি করেছিলেন এই লেখক।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কয়েকদিন আগে লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এএফপি।
গত বছরের ২ মে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে। ওই অভিযানে অংশগ্রহণকারী সাবেক ওই কমান্ডোর নাম ম্যাট বিসোনেট। তবে তিনি বইটি লিখেছেন মার্ক ওয়েন ছদ্মনামে।
বিসোনেট বলেন, অ্যাবোটাবাদের ওই অভিযান কেবল হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি। প্রশিক্ষণের সময় তাঁদের ওসামাকে সম্ভব হলে জীবিত ধরার নির্দেশ দেওয়া হয়েছিল।
সাক্ষাৎকার গ্রহণের সময় তাঁর মুখ অস্পষ্ট দেখানো হয় এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়। কমান্ডোরা নিরস্ত্র অবস্থায় গুলি করে ওসামাকে হত্যা করে বলে দাবি করেছিলেন এই লেখক।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কয়েকদিন আগে লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এএফপি।
No comments