পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪
পাকিস্তানের পেশোয়ারে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় চারজন নিহত হয়েছে। প্রাথমিক খবরে নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই নাগরিক রয়েছে বলে জানানো হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর তা নাকচ করে দেয়।উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে গতকাল সোমবার সকালের ব্যস্ত সময়ে এ হামলা চালানো হয়।
হামলাস্থলটি যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের ব্যবহৃত বাসভবনের কাছাকাছি এলাকায়। জাতিসংঘের শরণার্থী সংস্থার দপ্তরও পার্শ্ববর্তী এলাকাতেই। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন বলেন, 'নিহতদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক। বিদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই এ হামলা চালানো হয়েছে।' এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, কনস্যুলেটের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে চারজন আহত হয়। তবে তাদের কোনো নাগরিক বা কর্মী নিহত হননি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টরিয়া নুল্যান্ড বলেন, ওই ঘটনায় আহত দুই আমেরিকান এবং দুই পাকিস্তানি চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী ইফতিখারকে প্রশ্ন করা হলে নুল্যান্ড বলেন, 'তারা অস্বীকার করলে আমি কী করতে পারি? পুলিশ আমাকে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে দুইজন যুক্তরাষ্ট্রের কূটনীতিক। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বাকি দুই পাকিস্তানি সম্ভবত পথচারী ছিলেন।' সূত্র : বিবিসি।
যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী ইফতিখারকে প্রশ্ন করা হলে নুল্যান্ড বলেন, 'তারা অস্বীকার করলে আমি কী করতে পারি? পুলিশ আমাকে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে দুইজন যুক্তরাষ্ট্রের কূটনীতিক। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বাকি দুই পাকিস্তানি সম্ভবত পথচারী ছিলেন।' সূত্র : বিবিসি।
No comments