যুক্তরাষ্ট্রের বাসিন্দা হলো ৬০ হাজার ভুটানি শরণার্থী

যুক্তরাষ্ট্রে ৬০ হাজার ভুটানি শরণার্থীকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নেপালি ভাষাভাষী এসব ভুটানিকে গত নব্বইয়ের দশকের গোড়ার দিকে বিতাড়িত করেছিল ভুটান। এরপর থেকে নেপালের পূর্বাঞ্চলে বিভিন্ন আশ্রয়শিবিরে অস্থায়ীভাবে বসবাস করছিল তারা।


নেপালের রাজধানী কাঠমান্ডুর মার্কিন দূতাবাস গত মঙ্গলবার এক বিবৃতে জানায়, 'আজ (মঙ্গলবার) ৬০ হাজারতম ভুটানি শরণার্থী যুক্তরাষ্ট্রের উদ্দেশে নেপাল ছেড়েছেন। ২৮ বছর বয়সী এ নারী তাঁর স্বামী ও ছোট বোনকে নিয়ে ওহাইয়োর কলাম্বাসে নতুন জীবন শুরু করবেন।'
৬০ হাজারের বাইরে আরো ১১ হাজার শরণার্থী এরই মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছে।
নব্বইয়ের দশকের গোড়ায় 'এক জাতি, এক জনগণ' (ওয়ান নেশন, ওয়ান পিপল) নীতি হাতে নেয় ভুটান সরকার। এর ফলে দেশটিতে বসবাসরত নেপালি ভাষাভাষী মানুষ পরিচয় সংকটের মুখে পড়ে। তখন এক লাখেরও বেশি ভুটানি নেপালে আশ্রয় নেয়। তাদের ফেরত পাঠানোর ব্যাপারে কাঠমান্ডু-থিম্পুর মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হলেও তা ব্যর্থ হয়। ২০০৭ সালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মধ্যস্থতায় এসব শরণার্থীকে তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.