কলকাতায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আটক, গ্রেপ্তার ১৮
পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের এনফোর্স বিভাগের কর্মকর্তারা বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ আটক করেছেন। এ সময় একই সঙ্গে জাহাজের এক বাংলাদেশি নাবিকসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করছে, পশ্চিমবঙ্গের দরিদ্র লোকজনের জন্য (বিলো প্রোভারটি লেভেল—বিপিএল শ্রেণীভুক্ত) বরাদ্দ করা চার হাজার ৫০০ কুইন্টাল গম পাচারের জন্য ওই জাহাজে বোঝাই করা হচ্ছিল।
৩৬টি ট্রাকে করে বজবজের সরকারি খাদ্যগুদাম থেকে ওই গম আনা হয়েছিল। ওই ট্রাকগুলোও আটক করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, এই গম বরাদ্দ ছিল শিখা অ্যাগ্রো লিমিটেড, মা তারা ফ্লাওয়ার মিল এবং আর আর অ্যাগ্রো লিমিটেড—এই তিনটি ময়দার মিলের নামে। কিন্তু খাদ্যগুদাম থেকে ওই মিলের নামে গম তোলা হলেও তা ফ্লাওয়ার মিলে না নিয়ে পাচারের জন্য আনা হয় কলকাতার খিদিরপুর ডকে। শনিবার ডকে অপেক্ষমাণ বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আল খানজাহান আলি-২-এ ওই গম তোলা হচ্ছিল। বিষয়টির তদন্ত চলছে।
পুলিশ দাবি করেছে, এই গম বরাদ্দ ছিল শিখা অ্যাগ্রো লিমিটেড, মা তারা ফ্লাওয়ার মিল এবং আর আর অ্যাগ্রো লিমিটেড—এই তিনটি ময়দার মিলের নামে। কিন্তু খাদ্যগুদাম থেকে ওই মিলের নামে গম তোলা হলেও তা ফ্লাওয়ার মিলে না নিয়ে পাচারের জন্য আনা হয় কলকাতার খিদিরপুর ডকে। শনিবার ডকে অপেক্ষমাণ বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আল খানজাহান আলি-২-এ ওই গম তোলা হচ্ছিল। বিষয়টির তদন্ত চলছে।
No comments