নিউইয়র্কে স্মরণসভায় বক্তারা- সময়ের সীমা অতিক্রম করে বাঙালির জীবনে হুমায়ূন বেঁচে থাকবেন
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির প্রাণে জাগরণ সৃষ্টি করতে পেরেছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি হ্যামিলনের বংশীবাদকের ভূমিকা পালন করেছেন। লেখক হুমায়ূন আহমেদ আমাদের স্বপ্ন দেখিয়েছেন। সময়ের সীমা অতিক্রম করে বাঙালির জীবনে হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ স্মরণে গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক স্মরণসভা সঞ্চালনা করেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন, অভিনেতা জামাল উদ্দিন হোসেন, বেলাল বেগ, নুরুন্নবী কমান্ডার, বিশ্বজিৎ সাহা, আবু তাহের, মঞ্জুর আহমেদ, রেখা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী শেমন্তি ওয়াহেদ প্রথম আলোতে প্রকাশিত হুমায়ূন আহমেদের ‘থ্রি ডব্লিউ’ লেখাটি পড়েন। এ সময় দর্শকদের অনেককে কাঁদতে দেখা যায়। নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি লেখাটি লিখেছিলেন।
সাবেক টিভিব্যক্তিত্ব বেলাল বেগ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের শহীদ স্মৃতি বিদ্যালয় গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরেন। হুমায়ূন আহমেদের অনুরোধে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সঙ্গে নিজের জড়িয়ে যাওয়ার কথা বলে তিনি আবেগাপ্লুত হয়ে ওঠেন। নুরুন্নবী বলেন, হুমায়ূন আহমেদের লেখনীতে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছে। মুক্তধারা নিউইয়র্কের মালিক বিশ্বজিৎ সাহা প্রয়াত লেখকের স্বপ্নের ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় দেশ-বিদেশ ছড়িয়ে থাকা হুমায়ূন-ভক্তদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী শেমন্তি ওয়াহেদ প্রথম আলোতে প্রকাশিত হুমায়ূন আহমেদের ‘থ্রি ডব্লিউ’ লেখাটি পড়েন। এ সময় দর্শকদের অনেককে কাঁদতে দেখা যায়। নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি লেখাটি লিখেছিলেন।
সাবেক টিভিব্যক্তিত্ব বেলাল বেগ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের শহীদ স্মৃতি বিদ্যালয় গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরেন। হুমায়ূন আহমেদের অনুরোধে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সঙ্গে নিজের জড়িয়ে যাওয়ার কথা বলে তিনি আবেগাপ্লুত হয়ে ওঠেন। নুরুন্নবী বলেন, হুমায়ূন আহমেদের লেখনীতে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছে। মুক্তধারা নিউইয়র্কের মালিক বিশ্বজিৎ সাহা প্রয়াত লেখকের স্বপ্নের ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় দেশ-বিদেশ ছড়িয়ে থাকা হুমায়ূন-ভক্তদের এগিয়ে আসার আহ্বান জানান।
No comments