আতঙ্কের নগর আলেপ্পো
পুড়ে যাওয়া ট্যাংকের পাশ দিয়ে জবুথবু হয়ে চলছিলেন বৃদ্ধ ভদ্রলোক। মুখে ভয়ের ছাপ। সাহায্য চাইতে চাইতে ধীর পায়ে জনশূন্য রাস্তাটি পার হলেন। জানালেন, তাঁর নাম মোহাম্মদ খালাফ। লড়াইয়ের কারণে পরিবারের সবাই ঘরবাড়ি ছেড়ে গেছে। এখন তাঁকে কোথাও একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে।
৯০ বছর বয়সী খালাফ জানালেন, তিনি অনেক যুদ্ধ এবং একাধিক অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী। তবে তাঁর বর্তমানের অভিজ্ঞতা সবকিছুকেই হার মানিয়েছে। আজ তিনি তাঁর আলেপ্পোর বাড়িতে একা। চারদিকে শুধু বন্দুকের গুলি ও কামানের গোলা বিস্ফোরণের শব্দ। এদিকে ঘরে খাবার নেই। পাশের রুটির দোকানটি খোলা আছে কি না দেখতে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশে ভারী গোলাগুলির শব্দ পেয়ে জরাজীর্ণ শরীর নিয়েই ছুটলেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে।
খালাফ জানান, আলেপ্পোতে এখন সর্বব্যাপী যুদ্ধ চলছে। কয়েক দিনের মধ্যেই বাস্তব ময়দানের দৃশ্যপট পাল্টে গেছে। প্রতিদিনই মরছে শিশু ও নারীসহ অসংখ্য মানুষ। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে যে যার মতো পালিয়ে গেছে। যারা পালাতে পারেনি, তাদের অবস্থা খালাফের মতোই। বিবিসি।
No comments