কবিতা- রক্ত বরন পাপড়ি by আল মাহমুদ

চলতে চলতে বলতে থাকি অতীত আমার
কোথাও আলো, কোথাও আঁধার; একটু থামার
ইচ্ছে হলে দাঁড়িয়ে যাই গাছের ছায়ায়—


ছায়া তো নয় মায়ার ছোঁয়া অঙ্গে লাগে
কী শিহরণ (!) পার হয়ে যায় অগ্রভাগে।

আমি কেবল হাঁটতে থাকি—চলার নেশা
স্পর্শ করে দেহ আমার অঙ্গ ঘেঁষা।
অন্য কারও শরীর আছে, উষ্ণ গরম
চলতে চলতে বলছে মৃদু শরম শরম।

শরম তো নয় গরম লাগে ছোঁয়ায় তোমার
কোথায় যেন শব্দ উঠে শতেক চুমার
চুমোয় চুমোয় লাল হলো গাল ওষ্ঠ দুটি
রক্ত বরন পাপড়ি মেলে উঠল ফুটি।

ঠোঁটের মাঝে ঠোঁট লাগিয়ে কাঁপছে দেহ
নাই ছায়া নাই মায়ার বাঁধন পরম স্নেহ
উথলে ওঠে ঘাম ঝরিয়ে নাচছে শরীর
বশ মানে না দেহের বাঁধন এমন অধীর—
সোনার শরীর, কোথায় রাখি অঙ্গ আমার
বলছে ‘দাঁড়াও, এটাই তোমার জায়গা থামার’।

No comments

Powered by Blogger.