পানশালায় হামলার ঘটনায় ৬২ জন আটক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি পানশালায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬২ জনকে গ্রেপ্তার করেছে। এঁদের অধিকাংশ কিশোর ও তরুণ।গতকাল সোমবার পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, পবিত্র রমজান মাসে পানশালায় মদ বিক্রি করায় তাঁরা ওই হামলা চালান বলে আটক করা ব্যক্তিরা জানিয়েছেন।
দক্ষিণ জাকার্তা পুলিশের গোয়েন্দাপ্রধান হার্মাওয়ান বলেন, প্রায় দেড় শ জন তরবারি ও লাঠিসোঁটা নিয়ে শনিবার রাতে ডি মোস্ট পানশালায় হামলা চালান। এঁদের অধিকাংশ ছিল কিশোর ও তরুণ। এ সময় তাঁরা মদের বোতল ও দরজা-জানালা ভাঙচুর করেন।
হার্মাওয়ান বলেন, ‘হামলাকারীরা মদের বোতল ও বারের দরজা-জানালা ভাঙচুর করে বলেছেন, তাঁরা রমজান মাসের পবিত্রতা রক্ষায় সব পানশালা বন্ধ দেখতে চান।’ এএফপি।
হার্মাওয়ান বলেন, ‘হামলাকারীরা মদের বোতল ও বারের দরজা-জানালা ভাঙচুর করে বলেছেন, তাঁরা রমজান মাসের পবিত্রতা রক্ষায় সব পানশালা বন্ধ দেখতে চান।’ এএফপি।
No comments