তিন দিনের অনশন কর্মসূচি শুরু করলেন রামদেব
ভারতের যোগগুরু বাবা রামদেব গতকাল বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফা অনশন কর্মসূচি শুরু করেছেন। রাজধানী নয়াদিলি্লর রামলীলা ময়দানে এবারও এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিদেশে পাচার হওয়া দুই লাখ কোটি রুপি দেশে ফিরিয়ে আনার দাবিতে তিন দিনের প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন তিনি।
রামদেবের অনশন কর্মসূচিতে তাঁর প্রায় ৪০ হাজার সমর্থক অংশ নিয়েছেন। অনশনস্থলে আসার আগে তিনি রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যান। সেখানে তিনি বলেন, 'মহাত্মা গান্ধী, ভগত সিং, রাজগুরুসহ ৭০ হাজার শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। যাঁদের আত্মত্যাগ এখন দুর্নীতি ও কালো টাকার সঙ্গে আপস করা হচ্ছে।' এরপর তিনি যান রামলীলা ময়দানে। সেখানে সমর্থকদের উদ্দেশে বলেন, 'আমি আন্দোলনের প্রথম ধাপ ঘোষণা করে দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাব না। এর পরও যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তবে অনশনের তৃতীয় দিনে ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।'
রামদেব বলেন, 'আমরা এখানে সাহায্য চাইতে আসিনি। আমরা চাই বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা হোক, যাতে করে ভারতীয় লাখ লাখ নাগরিক সামাজিক ও আর্থিক সুবিচার পায়।' তিনি আরো বলেন, 'আমরা কোনো পার্টিকে দোষারোপ করতে কিংবা কাউকে উৎখাতের ইচ্ছা নিয়ে নয়, দেশের ভালোর জন্যই এখানে সমবেত হয়েছি। এ কর্মসূচিতে সোনিয়া গান্ধীকে আমি স্বাগত জানাই।'
বিদেশে পাচার হওয়া কোটি কোটি রুপি দেশে ফিরিয়ে আনাসহ নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় তদারকি কমিশনার এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগে স্বচ্ছতা থাকার দাবিও জানিয়েছেন রামদেব। দুর্নীতিবিরোধী আন্দোলন কর্মী আন্না হাজারের লোকপাল বিলের মতো রামদেবও বিদেশে পাচার হওয়া রুপি ফিরিয়ে আনা নিয়ে আন্দোলন করছেন। ১৪ মাস আগে তিনি প্রথমবার রামলীলা ময়দানে অনশন কর্মসূচি পালন করেন। ওই সময় পুলিশ তাঁদের জোরপূর্বক সরিয়ে দেয়। সূত্র : পিটিআই, এএফপি।
রামদেব বলেন, 'আমরা এখানে সাহায্য চাইতে আসিনি। আমরা চাই বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা হোক, যাতে করে ভারতীয় লাখ লাখ নাগরিক সামাজিক ও আর্থিক সুবিচার পায়।' তিনি আরো বলেন, 'আমরা কোনো পার্টিকে দোষারোপ করতে কিংবা কাউকে উৎখাতের ইচ্ছা নিয়ে নয়, দেশের ভালোর জন্যই এখানে সমবেত হয়েছি। এ কর্মসূচিতে সোনিয়া গান্ধীকে আমি স্বাগত জানাই।'
বিদেশে পাচার হওয়া কোটি কোটি রুপি দেশে ফিরিয়ে আনাসহ নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় তদারকি কমিশনার এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগে স্বচ্ছতা থাকার দাবিও জানিয়েছেন রামদেব। দুর্নীতিবিরোধী আন্দোলন কর্মী আন্না হাজারের লোকপাল বিলের মতো রামদেবও বিদেশে পাচার হওয়া রুপি ফিরিয়ে আনা নিয়ে আন্দোলন করছেন। ১৪ মাস আগে তিনি প্রথমবার রামলীলা ময়দানে অনশন কর্মসূচি পালন করেন। ওই সময় পুলিশ তাঁদের জোরপূর্বক সরিয়ে দেয়। সূত্র : পিটিআই, এএফপি।
No comments