লুণ্ঠিত প্রত্নতত্ত্ব ফিরে পেল কাবুল
যুদ্ধের সময় লুণ্ঠিত কয়েক শ প্রত্নতাত্তি্বক নিদর্শন গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৪৩টি নিদর্শন দেশটির জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এসব নিদর্শনের অধিকাংশই গত শতকের নব্বইয়ের দশকের গৃহযুদ্ধের সময় খোয়া গিয়েছিল।
আফগান কর্তৃপক্ষের কাছে এগুলো ফেরত দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে লন্ডনের ব্রিটিশ জাদুঘর।
বিবিসি জানিয়েছে, নিদর্শনগুলোর মধ্যে চার হাজার বছর পুরনো পাথরের তৈরি গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে। এগুলোর অধিকাংশই ব্রিটিশ সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ উদ্ধার করে। কিছু পাওয়া যায় কয়েকজনের ব্যক্তিগত সংগ্রহশালায়। কেউ কেউ স্বেচ্ছায়ও ফেরত দিয়েছে। জাপান থেকেও বুদ্ধের একটি পাথরের মূর্তি উদ্ধার হয়।
আফগান প্রত্নতাত্তি্বকরা জানিয়েছেন, এসব নিদর্শন তাঁদের জাতীয় সম্পদ। তাঁরা ভেবেছিলেন, এগুলো হয়তো আর কখনোই ফেরত পাওয়া যাবে না। ফেরত পাওয়ায় তাঁরা খুশি। সূত্র : বিবিসি, এএফপি।
বিবিসি জানিয়েছে, নিদর্শনগুলোর মধ্যে চার হাজার বছর পুরনো পাথরের তৈরি গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে। এগুলোর অধিকাংশই ব্রিটিশ সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ উদ্ধার করে। কিছু পাওয়া যায় কয়েকজনের ব্যক্তিগত সংগ্রহশালায়। কেউ কেউ স্বেচ্ছায়ও ফেরত দিয়েছে। জাপান থেকেও বুদ্ধের একটি পাথরের মূর্তি উদ্ধার হয়।
আফগান প্রত্নতাত্তি্বকরা জানিয়েছেন, এসব নিদর্শন তাঁদের জাতীয় সম্পদ। তাঁরা ভেবেছিলেন, এগুলো হয়তো আর কখনোই ফেরত পাওয়া যাবে না। ফেরত পাওয়ায় তাঁরা খুশি। সূত্র : বিবিসি, এএফপি।
No comments