আগ্নেয়াস্ত্রের সহিংসতা কমাতে কাজ করব: ওবামা
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত সহিংসতা কমিয়ে আনতে সব রাজনৈতিক মতাদর্শের নেতাদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার নিউ অর্লিন্সে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।২০ জুলাই কলোরাডো অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রে আরেক
দফা সবার কাছে অস্ত্র রাখার অধিকারের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ওবামা আগ্নেয়াস্ত্রের সহিংসতা বিষয়ে এ কথা বললেন।
ওবামা কলোরাডোর অরোরা শহর থেকে শুরু করা এক সফর বুধবার নিউ অর্লিন্সে শেষ করেন। সেখানে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ন্যাশনাল আরবান লিগের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবামা বলেন, অরোরার মতো মর্মান্তিক ঘটনা আরও ছোট পরিসরে প্রতিনিয়তই দেশের বিভিন্ন স্থানে ঘটছে। তিনি বলেন, ‘আমি উভয় রাজনৈতিক দল এবং ধর্মীয় ও নাগরিক সংগঠনের সঙ্গে কাজ চালিয়ে যাব এবং সহিংসতা হ্রাসের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করব।’
যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে, সে দেশের ডানপন্থীরা এটিকে একধরনের অবিচ্ছেদ্য পবিত্র অধিকার মনে করেন।
সংবিধান প্রসঙ্গে ওবামা বলেন, ‘আমরা অস্ত্র রাখার ঐতিহ্যের বিষয়টি সম্মান করি, যা কি না প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তবে আমার বিশ্বাস, অস্ত্রের মালিকদের অনেকেই এ ব্যাপারে একমত হবেন যে একে-৪৭ সেনাসদস্যদের হাতেই থাকা উচিত, অপরাধীদের হাতে নয়।’
এদিকে, কলোরাডোর সহিংসতায় গ্রেপ্তার জেমস হোমস সিনেমা হলে হামলার পরিকল্পনা ও একটি নোটবুক ডাকযোগে কলোরাডো ইউনিভার্সিটির এক মনোচিকিৎসকের কাছে পাঠিয়েছিলেন বলে জানা গেছে। জেমস ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তবে তাঁর পাঠানো পার্সেল ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেও ২০ জুলাইয়ের সহিংসতার আগে তা খোলাই হয়নি। রয়টার্স, এএফপি।
ওবামা কলোরাডোর অরোরা শহর থেকে শুরু করা এক সফর বুধবার নিউ অর্লিন্সে শেষ করেন। সেখানে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ন্যাশনাল আরবান লিগের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবামা বলেন, অরোরার মতো মর্মান্তিক ঘটনা আরও ছোট পরিসরে প্রতিনিয়তই দেশের বিভিন্ন স্থানে ঘটছে। তিনি বলেন, ‘আমি উভয় রাজনৈতিক দল এবং ধর্মীয় ও নাগরিক সংগঠনের সঙ্গে কাজ চালিয়ে যাব এবং সহিংসতা হ্রাসের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করব।’
যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে, সে দেশের ডানপন্থীরা এটিকে একধরনের অবিচ্ছেদ্য পবিত্র অধিকার মনে করেন।
সংবিধান প্রসঙ্গে ওবামা বলেন, ‘আমরা অস্ত্র রাখার ঐতিহ্যের বিষয়টি সম্মান করি, যা কি না প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তবে আমার বিশ্বাস, অস্ত্রের মালিকদের অনেকেই এ ব্যাপারে একমত হবেন যে একে-৪৭ সেনাসদস্যদের হাতেই থাকা উচিত, অপরাধীদের হাতে নয়।’
এদিকে, কলোরাডোর সহিংসতায় গ্রেপ্তার জেমস হোমস সিনেমা হলে হামলার পরিকল্পনা ও একটি নোটবুক ডাকযোগে কলোরাডো ইউনিভার্সিটির এক মনোচিকিৎসকের কাছে পাঠিয়েছিলেন বলে জানা গেছে। জেমস ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তবে তাঁর পাঠানো পার্সেল ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেও ২০ জুলাইয়ের সহিংসতার আগে তা খোলাই হয়নি। রয়টার্স, এএফপি।
No comments