ব্রিটেনের উচ্চশিক্ষার খরচ আগামী বছর আবারও বাড়ছে

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী বছর থেকে আবারও টিউশন ফি বাড়ছে। চলতি শিক্ষাবর্ষে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর গড় টিউশন ফি আট হাজার ৪১৪ পাউন্ড। কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষে টিউশন ফি বেড়ে আট হাজার ৫০৭ পাউন্ডে দাঁড়াবে।


আগামী শিক্ষা বছরে বিশ্ববিদ্যালয়গুলো যেকোনো কোর্স বাবদ সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড পর্যন্ত দাবি করতে পারবে। তবে গরিব শিক্ষার্থীদের সহায়তার পরিমাণও আগামী বছর বাড়ানো হবে। ব্রিটেনে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টিউশন ফি নিয়ন্ত্রণকারী বিভাগ_অফিস ফর ফেয়ার অ্যাকসেস (ওএফএফএ) গত বুধবার এ তথ্য জানায়।
ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে বেসিক ফি বা মূল বেতন গড়ে প্রায় ছয় হাজার পাউন্ড। ওএফএফএ জানায়, ব্রিটেনের ১২২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের গড় বার্ষিক টিউশন ফি বেসিক ফির চেয়ে বেশি রাখতে চায়। এর ফলে তারা এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টিউশন ফি বাড়াল। ডিগ্রি কোর্সের সুযোগ দানকারী কলেজগুলো আগামী বছর থেকে গড় টিউশন ফি ছয় হাজার ২২৯ পাউন্ড এবং উচ্চতর শিক্ষার সুযোগ দানকারী প্রতিষ্ঠানগুলো টিউশন ফি আট হাজার ৬১৫ পাউন্ড পর্যন্ত বাড়াতে চায়। দুই ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে সর্বসাকল্যে ব্রিটেনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের গড় টিউশন ফি আট হাজার ৫০৭ পাউন্ডে দাঁড়াবে। সরকারি হিসাবে, আগামী বছর থেকে ব্রিটেনের প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের তিনটিই তাদের অন্তত একটি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সর্বোচ্চ ফি (৯ হাজার পাউন্ড) চাইবে। আর প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষাপ্রতিষ্ঠান যেকোনো কোর্সের জন্যই ৯ হাজার পাউন্ড ফি নির্ধারণ করবে। সূত্র : বিবিসি, গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.