প্রধানমন্ত্রীকে গুলি পাঠানোয় আড়াই বছরের জেল
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন ও বিরোধীদলীয় গুরুত্বপূর্ণ নেতাদের কাছে গুলি, বিস্ফোরকদ্রব্য ও হুমকি দিয়ে চিঠি পাঠানোর দায়ে এক ব্যক্তিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর নাম জন গর্ডন (৮১)। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার একটি আদালত এ রায় দেন।
ব্রিসবেন ডিস্ট্রিক আদালত সূত্র জানায়, গর্ডনের বিরুদ্ধে ১২টি অভিযোগ ছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড, বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোটসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঠিকানায় তিনি গুলি, বিস্ফোরকদ্রব্য ও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের প্রধান এবং ব্রিসবেনের আর্চ বিশপ জন বার্থার্সবিও গর্ডনের তালিকায় ছিল বলে জানিয়েছে অস্ট্রেয়িলার গণমাধ্যম। টনি অ্যাবোটকে একটি চিঠি পাঠানোর পর সেটির ফরেনসিক পরীক্ষা করা হয়। চিঠিতে গর্ডনের নামের ছাপ ছিল। গর্ডনের আইনজীবী ব্রুস মামফর্ড আদালতে বলেন, ২০০৭ সালের নভেম্বর থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত গর্ডন এসব কাজ করেছেন। এ সময় তিনি 'বাতিকগ্রস্ত' ছিলেন। তবে আটক অবস্থায় ভালো আচরণ করলে তাঁকে মোট আট মাস সাজা ভোগ করতে হবে। সূত্র : বিবিসি, এএফপি।
No comments