কমনওয়েলথ মহাসচিবকে প্রধানমন্ত্রী- অভিবাসন ইস্যু কৌশলগত পরিকল্পনার অন্তর্ভুক্ত করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাসন ও উন্নয়ন বিষয়াদির ওপর গুরুত্ব আরোপ এবং এসব বিষয়কে কমনওয়েলথের কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা গতকাল বৃহস্পতিবার লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।


খবর বাসসের।
লন্ডন অলিম্পিক গেমস ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের যুক্তরাজ্য সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘কমনওয়েলথের কৌশলগত পরিকল্পনায় অভিবাসনকে গ্রহণযোগ্যভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চাই।’ তিনি বলেন, বাংলাদেশ কমনওয়েলথ সরকারপ্রধানদের বিগত বৈঠকে উত্থাপিত অভিবাসন ও উন্নয়ন বিষয়াদির অগ্রগতি দেখতে চায়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ মিনিস্টার্স অ্যাকশন গ্রুপের (সিএমএজি) আগামী মেয়াদের চেয়ারপারসন পদপ্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পরিচয় করিয়ে দেন। এ বছর নিউইয়র্কে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.