তুর্কি সেনাদের সঙ্গে কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ১৯

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রোববার ভোররাতে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে কুর্দি বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। ইরাকের সীমান্তবর্তী হাক্কারি প্রদেশের একটি সেনাচৌকিতে বিদ্রোহীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাদেশিক সরকার এই তথ্য জানিয়েছে।


হাক্কারি প্রদেশের গভর্নর ওরহান আলিমগলু জানান, নিহতদের মধ্যে ছয়জন সেনা ও দুজন গ্রাম্য প্রহরী রয়েছেন। অন্যরা কুর্দি বিদ্রোহী। এ ঘটনায় আহত ১৫ জনই সেনাসদস্য।
গত এক বছরে তুর্কি সেনাবাহিনী ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। জুনে বেশ কয়েকটি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চোখে পিকেকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচিত। তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় স্বাধীন রাষ্ট্রের দাবিতে ১৯৮৪ সালে গেরিলা অভিযান শুরু করে সংগঠনটি। পিকেকে সেই দাবি থেকে সরে এলেও স্বায়ত্তশাসন ও কুর্দি জনগণের সাংস্কৃতিক অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে এখন পর্যন্ত ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি।

No comments

Powered by Blogger.