এম কে আনোয়ার বললেন-সরকারের লুটের টাকায় পাঁচটা পদ্মা সেতু সম্ভব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার গত সাড়ে তিন বছরে যত লুটপাট করেছে, এর থেকে কিছু ফেরত দিলে পাঁচটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তিনি বলেন, 'তারা চার বেলা খাওয়ার কথা বলে। কিন্তু যারা চার বেলা খায়, তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত।'


গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) হলরুমে 'সুশীল ফোরাম' আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, 'সরকারের লোকেরা নিজেদের সম্পদের হিসাব প্রকাশের কথা দিলেও এখনো তা দেয়নি। কালো টাকা সাদা করার হিসাব দিন। এসব টাকা কোথা থেকে এসেছে তাও জানান। আপনাদের সম্পদের অংশ থেকে পদ্মা সেতু তৈরি করা সম্ভব।'
এম কে আনোয়ার বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হলে জনগণের ওপর চাপ পড়বে। এই পরিকল্পনা থেকে সরকারকে সরে এসে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, 'পদ্মা সেতুর মতো একটি বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে করার মতো অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে আমাদের নেই। এমনিতেই অর্থনীতির দৈন্যদশা। প্রধানমন্ত্রীকে তা অনুধাবন করতে হবে।' তিনি বলেন, বন্ড এবং সারচার্জ আরোপের মাধ্যমে অর্থ সংগ্রহ জনগণের ওপর বোঝা বাড়াবে। দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।
সাবেক এই সচিব বলেন, সরকারকে বলব, 'এই পথ (নিজস্ব অর্থায়ন) বাদ দিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তার নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিন।'
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে এম কে আনোয়ার বলেন, 'জনগণ জানতে চায়, আপনাদের আগে কত সম্পদ ছিল, এখন কত সম্পদ আছে। কিভাবে লন্ডন ও আমেরিকাতে বাড়ি কিনেছেন আপনারা?'
'সুশীল ফোরাম' কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, স্বদেশ জাগরণ পরিষদ সভাপতি কামরুজ্জামান সেলিম, সুশীল ফোরামের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন শাহেদ প্রমুখ।
'দুর্নীতিবাজদের' নাম প্রকাশের দাবি ফারুকের : এদিকে জাতীয় প্রেসক্লাবের হলরুমে অন্য এক আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, 'নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারকে আমরা সহযোগিতা করব। তবে এর আগে বিশ্বব্যাংক দুর্নীতির যে কালিমা লেপন করেছে, সেই দুর্নীতিবাজদের নাম প্রকাশ করতে হবে।' তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা যে পরিমাণ দুর্নীতি করেছেন, ওই টাকা দিয়েই পদ্মা সেতু করা সম্ভব।
গতকাল দুপুরে জাসাস আয়োজিত 'দুর্নীতি ও বর্তমান সরকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন। তিনি আরো বলেন, 'আমরা আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করব। প্রয়োজনে দুই বেলা খেয়ে এক বেলার অর্থ পদ্মা সেতুর জন্য দেব। কিন্তু এর আগে পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের চিঠি জনসম্মুখে প্রকাশ করতে হবে।'
সংসদ উপনেতা সাজেদা চৌধুরী 'জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী' উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন এর জবাবে ফারুক বলেন, 'বিএনপির জন্ম একাত্তর সালে হয়নি। জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। গুম, খুন করতে আপনারাই জানেন। আপনাদের দলের লোকেরাই তাঁকে (বঙ্গবন্ধু) খুন করেছে।'
জাসাস মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হান্নান মাসুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

No comments

Powered by Blogger.