গাজীপুরে গরুচোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা
গাজীপুর সদর উপজেলার হাতিমারা গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে গরুচোর সন্দেহে আলমগীর হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আলমগীরের বাড়ি উপজেলার লোহাকৈর গ্রামে। এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, একদল চোর গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হাতিমারা গ্রামের শহীদুল ইসলামের গোয়ালঘর থেকে গরু বের করে।
একপর্যায়ে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ধাওয়া দিয়ে আলমগীরকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত যুবকের বাবা হোসেন আলী প্রথম আলোকে বলেন, আলমগীর মুরগির ব্যবসা করতেন। গরু চুরির অভিযোগ এনে আলমগীরকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, নিহত আলমগীরের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।
নিহত যুবকের বাবা হোসেন আলী প্রথম আলোকে বলেন, আলমগীর মুরগির ব্যবসা করতেন। গরু চুরির অভিযোগ এনে আলমগীরকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, নিহত আলমগীরের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।
No comments