অরক্ষিত লেভেল ক্রসিং-দুর্ঘটনাতেও বোধোদয় নেই
দেশের বিভিন্ন স্থানে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাস-ট্রাক-টেম্পোর সংঘর্ষ এবং এর পরিণতিতে অনেক হতাহত হওয়ার সচিত্র প্রতিবেদনগুলো সময় গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে আমরা বিস্মৃত হই। রেলওয়ে এবং সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরাও ভুলে যান লেভেল ক্রসিং নিরাপদ করার বারবার দেওয়া প্রতিশ্রুতি।
এভাবেই বস্তুত, আমাদের দেশের প্রায় সব ক্ষেত্রেই অনিয়ম-অব্যবস্থাজাত দুর্ভোগ বাসা বাঁধে। সাধারণ মানুষ এটাকেই নিয়তি হিসেবে এক সময় মেনে নেয়। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সমকালের লোকালয় পাতায় 'জামালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনার আশঙ্কা' শিরোনামে প্রকাশিত রিপোর্টটির কথাই ধরা যাক। রিপোর্টে দেখা যায়, জামালপুর শহরের ব্যস্ততম স্টেশন রোডের গেটপাড়ে লেভেল ক্রসিংয়ের গেট ব্যারিয়ারটি মাসাধিককাল বিকল থাকায় ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিং অরক্ষিত থাকে বিধায় সেখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যারিয়ারটি মেরামত করা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন। সামান্য একটি ব্যারিয়ার মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম বিরাট বাজেটের রেলওয়ের কাছে নেই_ এ কথা কি বিশ্বাসযোগ্য? আসলে একটি ব্যারিয়ার ঠিক করার জন্য বিরাট অঙ্কের কোনো বাজেট বরাদ্দের কোনো সম্ভাবনা নেই। অতএব এখান থেকে উপরি কামাইয়ে বিরাট অঙ্কও আসবে না। তাই জনদুর্ভোগ ও জনগণের জীবনের নিরাপত্তা এতে হুমকির মধ্যে থাকলেও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের এতে তেমন মাথাব্যথা থাকে না। শুধু জামালপুরের এই লেভেল ক্রসিংটিই যে অরক্ষিত থাকে, তা নয়। এভাবে দেশের অনেক লেভেল ক্রসিং ও রেলগেট অরক্ষিত রয়েছে। পত্রিকায় লোকালয় বা মফস্বল পাতায় প্রকাশিত এ সম্পর্কিত রিপোর্ট খুব কমই কর্তৃপক্ষের নজর কাড়তে পারে। কেবল বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে এ নিয়ে তাৎক্ষণিক হৈচৈ শুরু হলে বেশ আলোচনা-সমালোচনা ও প্রতিশ্রুতির বান ডাকে। কিছু দিন যেতে না যেতেই সবকিছু আগের অনিয়মকে নিয়ম করেই চলতে থাকে। জনগণের জানমালের নিরাপত্তা, সড়ক ও রেল চলাচল নিরাপদ করার স্বার্থেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লেভেল ক্রসিং ও রেলগেটগুলোর প্রয়োজনীয় লোকবল ও সাজসরঞ্জামের ব্যবস্থা করা উচিত। আমরা জরুরি ভিত্তিতে জামালপুর শহরের স্টেশন রোডের গেটপাড় লেভেল ক্রসিংয়ের গেট ব্যারিয়ারটি দ্রুত মেরামত করে এলাকাবাসীকে দুর্ঘটনার আশঙ্কামুক্ত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
No comments