আয়োজন-সফল পানচাষি by মুজিবুর রহমান

পান চাষেই মিলে গেল সেরা উদ্যোক্তার পুরস্কার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাশি খাসিয়াপুঞ্জির মনভা পলং খাসিয়া পেলেন তাঁর কাজের স্বীকৃতি। গত ২৩ মার্চ ঢাকার হোটেল ওয়েস্টিনে উইম্যান এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (উয়েব) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বছরের সেরা নারী উদ্যোক্তা (পানচাষি) হিসেবে তাঁকে সম্মাননা দেওয়া হয়।


কমলগঞ্জের নূরজাহান চা-বাগানের কাছে কাশি খাসিয়াপুঞ্জি। এখানে মাত্র ছয়টি খাসিয়া পরিবারের বাস। এখানে পরিকল্পিতভাবে পান চাষ করেন মনভা পলং খাসিয়া। স্বামী প্রেন খাসিয়া তাঁকে নানাভাবে বাড়ির কাজে ও পান চাষে সাহায্য করেছেন। পান বিক্রির আয় থেকে দুই সন্তানকে পড়াশোনা করান। ছেলে প্রেয়ার্ড খাসিয়া ষষ্ঠ শ্রেণীতে ও মেয়ে এ্যামি খাসিয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, তাঁর এ সম্মানে পুরো খাসিয়া সম্প্রদায়কে সম্মানিত করা হলো। ফলে কাজের ক্ষেত্রে অন্যান্য খাসিয়া নারীরা আরও উৎসাহিত হবেন। উইম্যান এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উয়েব) নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করলেও এই প্রথম বৃহত্তর সিলেট অঞ্চলের খাসিয়া সম্প্রদায় থেকে মনোনয়ন দেন।

No comments

Powered by Blogger.