সালাম জানাই by সারওয়ার-উল-ইসলাম
এই তো আমার শাপলা ফুলের হাসি
আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি।
পুকুরপাড়ে গাছটা নুয়ে পড়া
মাঝদুপুরে মাছরাঙাটার
টুপ করে মাছ ধরা—
ধানের খেতে সবুজ অফুরান
গুনটানা নাও চলছে দূরে
মাঝির মুখে গান—
হাঁটছে বাউল, একতারাটা হাতে
দূরের গাঁয়ে জমবে আসর
জোছনাঝরা রাতে—
গাঁয়ের মাঠে ঘুড়ির কাটাকাটি
যাচ্ছে কিশোর ধরতে ঘুড়ি
হাতে ধঞ্চে লাঠি—
নাগরদোলায় চড়ে খুকু হাসে
বেলুন বাঁশি চড়কি কিনি
মেলায়, বোশেখ মাসে—
এই দেশটা এমনি এমনি পাইনি
কারও দয়া বা করুণা
নিতে কোথাও যাইনি।
কৃষক-শ্রমিক কাদামাখা ছেলে
শত্রু তাড়ায় একাত্তরে
ঘরবাড়ি সব ফেলে—
শত্রু তাড়ায় বীর বাঙালি মিলে
লাশ পড়েছে নদী-নালা
পুকুর ডোবা ঝিলে—
যাইনি আমরা সেই বীরদের ভুলে
স্বাধীনতার গন্ধ ছড়ায়
লাল-সবুজের ফুলে—
সেই গন্ধ জানলা দিয়ে আসে
সালাম জানাই সেই বীরদের
স্বাধীনতার মাসে।
মাঝদুপুরে মাছরাঙাটার
টুপ করে মাছ ধরা—
ধানের খেতে সবুজ অফুরান
গুনটানা নাও চলছে দূরে
মাঝির মুখে গান—
হাঁটছে বাউল, একতারাটা হাতে
দূরের গাঁয়ে জমবে আসর
জোছনাঝরা রাতে—
গাঁয়ের মাঠে ঘুড়ির কাটাকাটি
যাচ্ছে কিশোর ধরতে ঘুড়ি
হাতে ধঞ্চে লাঠি—
নাগরদোলায় চড়ে খুকু হাসে
বেলুন বাঁশি চড়কি কিনি
মেলায়, বোশেখ মাসে—
এই দেশটা এমনি এমনি পাইনি
কারও দয়া বা করুণা
নিতে কোথাও যাইনি।
কৃষক-শ্রমিক কাদামাখা ছেলে
শত্রু তাড়ায় একাত্তরে
ঘরবাড়ি সব ফেলে—
শত্রু তাড়ায় বীর বাঙালি মিলে
লাশ পড়েছে নদী-নালা
পুকুর ডোবা ঝিলে—
যাইনি আমরা সেই বীরদের ভুলে
স্বাধীনতার গন্ধ ছড়ায়
লাল-সবুজের ফুলে—
সেই গন্ধ জানলা দিয়ে আসে
সালাম জানাই সেই বীরদের
স্বাধীনতার মাসে।
No comments