স্বাধীনতা by দীপংকর চক্রবর্তী
কে আমাকে ডাকে, কোন দূর থেকে
কে শোনায় কানে গান
কে রাঙায় এই আমার পৃথিবী
মন করে আনচান!
কে শোনায় কানে গান
কে রাঙায় এই আমার পৃথিবী
মন করে আনচান!
স্বপ্ন দেখায় কে আমাকে বলে
দেখায় নতুন ছবি
কে শোনায় এসে নতুন কবিতা
কোন সে নতুন কবি!
কার কণ্ঠের মধুমাখা ডাকে
ভরে ওঠে মনপ্রাণ,
কে শোনায় তার মধুমাখা সুরে
আগামী দিনের গান।
কে আনে বার্তা নতুন দিনের
শোনায় প্রাণের কথা
কে তোলে রাঙিয়ে আমার পৃথিবী
স্বাধীনতা, স্বাধীনতা!
দেখায় নতুন ছবি
কে শোনায় এসে নতুন কবিতা
কোন সে নতুন কবি!
কার কণ্ঠের মধুমাখা ডাকে
ভরে ওঠে মনপ্রাণ,
কে শোনায় তার মধুমাখা সুরে
আগামী দিনের গান।
কে আনে বার্তা নতুন দিনের
শোনায় প্রাণের কথা
কে তোলে রাঙিয়ে আমার পৃথিবী
স্বাধীনতা, স্বাধীনতা!
No comments