এমন মজার দেশটি by শিরিন সুলতানা
রোজ সকালে উঠে দেখি
গাইযে দোয়েল পাখি
বাংলা গানে স্বাধীন সুরে
খুকুর খোলে আঁখি।
গাইযে দোয়েল পাখি
বাংলা গানে স্বাধীন সুরে
খুকুর খোলে আঁখি।
শাপলা দোলে নদীর জলে
ধরছে কাঁঠাল মুচি
সবুজ শ্যামল সুন্দরবনে
বাঘমামা দেয় হাঁচি।
লাল সবুজের ওই পতাকার
নেই যে দুখের রেশ
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
সুখেই আছে বেশ।
এমন মজার দেশটি দেখে
হঠাৎ থমকে দাঁড়ায়
মনের টানে মায়ের হাতে
আমার দুহাত বাড়ায়।
ধরছে কাঁঠাল মুচি
সবুজ শ্যামল সুন্দরবনে
বাঘমামা দেয় হাঁচি।
লাল সবুজের ওই পতাকার
নেই যে দুখের রেশ
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
সুখেই আছে বেশ।
এমন মজার দেশটি দেখে
হঠাৎ থমকে দাঁড়ায়
মনের টানে মায়ের হাতে
আমার দুহাত বাড়ায়।
No comments