স্বাধীনতার মানে হলো
মন দিয়ে সব পড়া
সবার সাথে পাল্লা দিয়ে
সফল জীবন গড়া।
স্বাধীনতার মানে হলো
‘আলোয় ভুবন ভরা’
মায়ের বুকের উদার আদর
মন ভুলানো ছড়া।
স্বাধীনতার মানে হলো
শ্যামল সবুজ ছায়া
দেশের জন্য ভালোবাসা
আপনজনের মায়া।
স্বাধীনতার মানে হলো
সবাই ভালো থাকি
সবার সুখে উঠবে ডেকে
সকালবেলার পাখি।
No comments