যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম। আমলাতন্ত্র প্রাচীন মিসরে রাজ্য পরিচালনায় আমলাতান্ত্রিক পদ্ধতির প্রচলন ছিল।
সে সময় মিসরে ছিল দুই ধরনের প্রশাসনিক ব্যবস্থা—একটি পরিচালিত হলো কেন্দ্রীয়ভাবে, যার সর্বময় কর্তৃত্ব ছিল ফারাওদের হাতে। আরেকটি পরিচালিত হতো আঞ্চলিকভাবে। এসব আঞ্চলিক প্রশাসনিক দপ্তরের মাধ্যমে বিভিন্ন আইনের প্রয়োগ হতো। আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তারা ফারাওদের কাছে জবাবদিহি করত বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা ও আইনের প্রয়োগের ব্যাপারে। এর পাশাপাশি তাদের কাজ ছিল প্রজাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায়। এই দপ্তরগুলোর জবাবদিহি ছিল সরাসরি ফারাওদের কাছে। এই আঞ্চলিক দপ্তরগুলোর ছিল অনেকগুলো শাখা। একেক শাখার মাধ্যমে দেখভাল করা হতো রাজ্যের একেকটি সমস্যা। এই শাখাগুলোতে কাজ করত শতাধিক কর্মচারী। বর্তমান সময়ের মতোই প্রাচীন মিসরের আমলাতন্ত্রে পদোন্নতির বিধান ছিল। এমনকি ছিল। আমলাদের পদোন্নতি হতো তাদের অভিজ্ঞতা ও চাকরির মানের বিচারে। স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় আমলা নিয়োগের কথাও সেই সময়ের ইতিহাসে খুঁজে পাওয়া যায়।
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
No comments