স্পাইডারম্যানের সুতা সত্যিই মিলবে!
কমিক বইয়ের জনপ্রিয় নায়ক ‘স্পাইডারম্যান’ মাকড়সার মতো অবিরাম সুতা বের করার গুণ দিয়ে কত বাহাদুরিই না দেখায়। বিশেষ করে, তার জালের ফাঁদে দুর্বৃত্ত কুপোকাত হওয়ার বিষয়টি সত্যিই রোমাঞ্চকর। তবে স্পাইডারম্যানের এই জালের সুতা এখন বুঝি আর কল্পনার ভেতরই থাকছে না। একদল বিজ্ঞানী দাবি করছেন, গবেষণার মাধ্যমে তাঁরা এমন রেশমপোকা উদ্ভাবনে সক্ষম হয়েছেন, যে পোকাগুলো সাধারণ মাকড়সার চেয়ে মজবুত সুতা তৈরি করতে পারে।
তাহতেপারেস্পাইডারম্যানেরসুতারমতোইশক্ত।পিএনএএসসাময়িকীতেপ্রকাশিতনিবন্ধেযুক্তরাষ্ট্রেরওয়াইওমিংবিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ তথ্য তুলে ধরেন। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে স্পাইডারম্যানের সুতার মতো মজবুত মাকড়সার সুতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে আসছেন। সাময়িকীর প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেন, প্রাকৃতিকভাবে উৎপন্ন রেশম সুতার চেয়ে তুলনামূলক বেশি স্থিতিস্থাপক শক্ত সুতা আবিষ্কার করেছেন তাঁরা। এটি মাকড়সার জালের চেয়েও মজবুত বলে মনে করছেন তাঁরা।
বিজ্ঞানীদের ভাষ্য, অনেক দিন ধরেই শিল্পপ্রতিষ্ঠানের জন্য ভালো মানের ও শক্ত রেশমি সুতা তৈরি করার চেষ্টা চালিয়ে আসছিলেন বিজ্ঞানীরা। এ জন্য মাকড়সার সঙ্গে রেশমপোকার জিনের সংকরায়ন করা হয়। এর মাধ্যমে জিনেটিক্যালি মোডিফায়েড যে রেশমপোকা সৃষ্টি হয়েছে, তা থেকে উৎকৃষ্ট সুতা পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত রেশম সুতা ও মাকড়সার সুতার বিপুল পরিমাণ যৌগ থেকে ওয়াইওমিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডন জারভিসের নেতৃত্বে একদল গবেষক উচ্চ স্থিতিস্থাপক ক্ষমতার শক্ত সুতা উদ্ভাবনে সক্ষম হয়েছেন। বিবিসি।
বিজ্ঞানীদের ভাষ্য, অনেক দিন ধরেই শিল্পপ্রতিষ্ঠানের জন্য ভালো মানের ও শক্ত রেশমি সুতা তৈরি করার চেষ্টা চালিয়ে আসছিলেন বিজ্ঞানীরা। এ জন্য মাকড়সার সঙ্গে রেশমপোকার জিনের সংকরায়ন করা হয়। এর মাধ্যমে জিনেটিক্যালি মোডিফায়েড যে রেশমপোকা সৃষ্টি হয়েছে, তা থেকে উৎকৃষ্ট সুতা পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত রেশম সুতা ও মাকড়সার সুতার বিপুল পরিমাণ যৌগ থেকে ওয়াইওমিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডন জারভিসের নেতৃত্বে একদল গবেষক উচ্চ স্থিতিস্থাপক ক্ষমতার শক্ত সুতা উদ্ভাবনে সক্ষম হয়েছেন। বিবিসি।
No comments