যুক্তরাষ্ট্রকে ফের ইরানের হুমকি
মানবজমিন ডেস্ক: ইরান পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন বিমানবাহী জাহাজকে ফিরে না আসতে হুমকি দিয়েছে। ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরের বিমানবাহী জাহাজ ইউএসএস জন সি স্টেনিস গত সপ্তাহে উপসাগরীয় এলাকা ছেড়ে উত্তর আরব সাগরে চলে গেলে মঙ্গলবার ইরান এই হুমকি দেয়। ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আতাউল্লাহ সালেহি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান তার হুঁশিয়ারি পুনরাবৃত্তি করবে না। তার দেশ কোন অযৌক্তিক উদ্যোগ নেবে না। তবে তারা যেকোন হুমকির দাঁতভাঙা জবাব দেবে বলেও রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। জেনারেল সালেহি আরও বলেন, ইরানের নৌ মহড়াকালে মার্কিন জাহাজ অপসারণ প্রমাণ করে যে- ইরানের এই মহড়া আত্মঘাতী বা আক্রমণাত্মক নয় বরং ইরানের নিজস্ব স্বার্থ-ক্ষমতা রক্ষার জন্য। অন্যদিকে ইরানের এই হুমকি প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেশটির বিরুদ্ধে আরোপিত অবরোধ কার্যকর হওয়ার প্রমাণ বলে বর্ণনা করেছে। আর বিমানবাহী জাহাজের অপসারণ তাদের রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেছে।
No comments