বিশ্বরেকর্ডের প্রলোভন তুচ্ছ

স্ট্রেলিয়ার প্রতি বিশেষ মমত্ববোধ নিয়ে ক্রিকেট খেলেন মাইকেল ক্লার্ক। বোঝা গিয়েছিল ব্যাঙ্গালোরে জীবনে প্রথম টেস্ট সেঞ্চুরি করার সময়। হেলমেট রেখে সেদিন ব্যাগিগ্রিন পরেছিলেন তিনি। গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ট্রিপল সেঞ্চুরির সময় ব্যাগিগ্রিন পরেননি। তাতে কী? একটু পর ক্লার্কের নেওয়া ইনিংস ঘোষণার সিদ্ধান্তে ভিন্ন এক ব্যঞ্জনা ছড়িয়ে পড়ল শতাব্দীর প্রাচীন মাঠে। নিজে ৩২৯ রানে অপরাজিত থাকা অবস্থায় তুচ্ছ করলেন বিশ্বরেকর্ডের হাতছানি। পুরোদস্তুর


টিমম্যান ক্লার্ক পরে বলেন, 'আমার কাছে দল সবার আগে।' ভারত অলৌকিক কিছু করতে না পারলে নিশ্চিতভাবেই সিডনি টেস্ট জিতে ২-০-তে সিরিজ এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। তখন হয়তো ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবার সময় পাবেন অধিনায়ক। আমাদের তো আর সেই দায় নেই। তাই ক্লার্কের বিরল ইনিংটির মর্যাদা বুঝতে আমরা টেস্ট রেকর্ডের পাতায় একবার চোখ বুলিয়ে নিতে পারি।
ম্যাথু হেইডেন, মার্ক টেলর, ডন ব্র্যাডম্যান এবং মাইকেল ক্লার্ক। দেশের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের তালিকা। অবশ্যই ক্রমানুসারে। পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে মার্ক টেলরের সৌজন্যের সেই অপরাজিত ৩৩৪ রানের ইনিংটিসহ। যেদিন স্বদেশি ব্র্যাডম্যানের প্রতি অভূতপূর্ব বিনয়ে ইনিংসের সমাপ্তি টানেন টেলর। গতকাল সে রকম কোনো সৌজন্য দেখাননি ক্লার্ক। কিন্তু তার ইনিংস ঘোষণার মধ্যে ছিল ব্যক্তিগত বিশ্বরেকর্ডের প্রলোভন তুচ্ছ করে দলের প্রতি সমর্পণের মানসিকতা। সিডনির পিচ যেহেতু ক্রমশ ব্যাটিং করার জন্য সহজ হয়ে উঠছে তাই ক্লার্ক চাইছিলেন নিজের বোলারদের আরও সময় দিতে। গতকালের দেড় সেশনসহ ভারতকে অল আউট করতে প্যাটিনসন, হিলফেনহাস ও সিডলরা সময় পাবেন গোটা দু'দিন। ভারত অবশ্য গতকালই শেবাগ ও দ্রাবিড়ের উইকেট হারিয়েছে। সফরে প্রথমবারের মতো ভালো খেলতে থাকা গৌতম গম্ভীর অপরাজিত আছেন ৬৮ রানে। শততম সেঞ্চুরির সামনে অনেকদিন থমকে থাকা শচীন ব্যাট করছেন ৮ রান নিয়ে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দ্রাবিড় যাদের কাছে সর্বাত্মক লড়াইয়ের প্রত্যাশা করে বলেছেন, 'এটা সত্যি হতাশাজনক। আমরা ইংল্যান্ডে ভালো খেলতে পারিনি। এখানে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। যদিও তা ঠিকঠাক হচ্ছে না; কিন্তু এখনও সময় আছে। আমাদের জন্য মূল ব্যাপার হলো, তাদের লম্বা সময় মাঠে রাখতে হবে। অস্ট্রেলিয়ান বোলার এবং ফিল্ডারদের আমরা যদি ১০০ ওভার মাঠে রাখতে পারি তাহলে ওদের কিছুটা চাপে ফেলতে সক্ষম হব।'
আজ কী হবে, তা দর্শকার হয়তো জেনে গেছেন; কিন্তু সিডনি টেস্টের তৃতীয় দিন ছিল সম্পূর্ণ ক্লার্ক আর হাসিতে পরিপূর্ণ। বেশ কয়েকটি বিশ্বরেকর্ড গড়েছে এই জুটি। পঞ্চম উইকেট জুটিতে গতকাল মাইক হাসি ও মাইকেল ক্লার্ক ৩৩৪ রানের জুটি গড়েন। ভারতের বিপক্ষে যে কোনো দলের পঞ্চম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ২০০২ সালে জর্জটাউনে শিবনারায়ণ চন্দরপল এবং কার্ল হুপার ২৯৩ রানের জুটি গড়েছিলেন। তাছাড়া পন্টিং, ক্লার্ক এবং হাসির কল্যাণে সিডনি টেস্ট বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে। অস্ট্রেলিয়ান ইনিংসে ২৫০-এর ওপর জুটি হয়েছে দুটি। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। টেস্ট ইতিহাসে ২০০-এর বেশি জুটি আছে ২০টি। এর পাঁচটিই করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে মাইক হাসির অপরাজিত ১৫০ সর্বোচ্চ স্কোর। আর ক্লার্কের ট্রিপল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার পক্ষে সপ্তম ঘটনা। টেস্ট ইতিহাসেও সপ্তমবারের মতো কোনো অধিনায়ক ব্যাট হাতে এমন কীর্তি গড়লেন।

No comments

Powered by Blogger.