দলকেই প্রাধান্য দিলেন ক্লার্ক
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বলটি দেখছিলেন ফুটবলের মতোই। সামনে আরও অনেক দূর যাওয়ার সুযোগ ছিল। ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডের কথা বাদ দিলেও স্বদেশী ম্যাথু হেইডেনের ৩৮০ রান টপকানোর কথাতো ভাবতে পারতেন অনায়াসায়েই। এমনকি আর ৫টি রান করলে ছুঁতে পারতের ব্রাডম্যান আর মার্ক টেইলরকে। কিন্তু তিনি তা ভাবলেন না। তার মাথায় চেপেছিল কিভাবে ম্যাচ ফলদায়ক করা যায়। আর তাই ৩২৯ রান তুলে ব্যক্তির চেয়ে দল বড় মন্ত্রে উজ্জীবিত মাইকেল ক্লার্ক ভারতকে আরেকটু পরে আমন্ত্রণ জানান। আরও আগেই হয়তো জানাতেন কিন্তু অপেক্ষায় ছিলেন হাসির ১৫০ পুরো হওয়ার। তৃতীয় দিনের মাঝ পথে যখন ইনিংস ঘোষণা করেন, তখন তার দলের সংগ্রহ ৪ উইকেটে ৬৫৯। ভারতের চেয়ে তখন অস্ট্রেলিয়া ৪৬৮ রানে এগিয়ে। দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১৪। আরও ৩৫৪ রানে পিছিয়ে তারা। আজ ও কাল দু’দিন বাকি খেলার। দ্বিতীয় ইনিংসে যাতে ব্যাট করার সময় পাওয়া যায় সে জন্যই আগেভাগে ইনিংস ঘোষণা ক্লার্কের। এখন স্বাগতিকদের ফের মাঠে নামানো গেলেও ম্যাচ বাঁচানো কঠিনই হবে ভারতের জন্য। ঘাটতি মেটাতে তাদের আজ সারা দিন টিকে থাকতে হবে। এরপর শেষদিনেরও মাঝ পর্যন্ত ব্যাট করতে পারলে সম্ভাবনা থাকবে ড্র করার। বীরেন্দর সেওয়াগ ও রাহুল দ্রাবিড় ফিরে গেছেন। অফ ফর্মে থাকা গৌতম গম্ভীর রানে ফিরেছেন। হ্যাডিনের কল্যাণে জীবন পেয়ে ৬৮ রানে আছেন তিনি। সঙ্গে শচীন আছেন ৮ রানে। শততম শতকের অপেক্ষায় থাকা শচীন খুবই ধীরে চলেছেন। ৮ রান করেন ৪২ বলে। তিনি আজই পূরণ করতে পারেন সোয়াশ’ কোটি ভারতীয়র প্রত্যাশা। রাহুলের টিকে থাকা বড় জরুরি থাকলেও পারেননি তিনি। হিলফেনহসের বল পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতেই আটকানোর চেষ্টা করেছিলেন দ্য ওয়াল। কিন্তু বলটি তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। এ সিরিজে তৃতীয়বারের মতো বোল্ড হন তিনি।
গতকাল সিডনিতে অস্ট্রেলিয়া দিন শুরু করেছিল ৪ উইকেটে ৪৮২ রান নিয়ে। উইকেটের অঙ্ক ঠিক রেখেই আরও ১৭৭ রান যোগ করেন ক্লার্ক ও হাসি জুটি। ২৫১ রানে থাকা ক্লার্ক ৭৮ রান তুললেও মাইকেল হাসি যোগ করেন ৯৫ রান। ম্যাচের প্রথম দিন বিকাল ৪টা ৪৩ মিনিট থেকে তৃতীয় দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়া ৬২২ রান যোগ করে কেবল পন্টিংয়ের উইকেটটি হারিয়ে। এর মধ্যে অবশ্য সিডনির ১০৮ বছরের রেকর্ড ভেঙে দেন ক্লার্ক। এতদিন ধরে টিপ ফস্টারের ২৮৭ রান ছিল এসসিজি’র সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরএ মাঠের ১০০ টেস্টে ৩৭৪৭ জন ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমে যা পারেননি তাই করেছেন ক্লার্ক। দুপুরের বিরতিতে যান তিনি ২৯৩ রানে। এরপর ফিরে ১০ মিনিটের মধ্যেই সিডনির প্রথম ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন অসি অধিনায়ক। ইশান্ত শর্মার লেগের দিকে বল ফ্লিক করে সীমানার বাইরে পাঠিয়ে স্বপ্নের স্কোরে পৌঁছান তিনি। ভারতের কোন বোলারই ক্লার্কের কাছ থেকে সমীহ আদায় করতে পারেননি। মাঠের সবদিকেই সব ধরনের শট খেলেছেন তিনি। পঞ্চম উইকেটে ক্লার্ক হাসি জুটির সংগ্রহ ৩৩৪ রান। হাসির এটি ১৬তম টেস্ট শতক হলেও তৃতীয় দেড় শ’। এটা তার জন্য অনেক স্বস্তির ছিল এজন্য যে, গত ৯ ইনিংসে তিনবার তিনি শূন্য রানে আউট হন।
অসিদের সেরা চার ট্রিপল সেঞ্চুরি
ব্যাটসম্যান রান বল ৪ ৬ প্রতিপক্ষ মাঠ ম্যাচশুরু
ম্যাথিউ হেইডেন ৩৮০ ৪৩৭ ৩৮ ১১ জিম্বাবুয়ে পার্থ ৯ই অক্টো ২০০৩
মার্ক টেলর ৩৩৪* ৫৬৪ ৩২ ১ পাকিস্তান পেশোয়ার ১৫ অক্টো. ১৯৯৮
ডন ব্রাডম্যান ৩৩৪ ৪৪৮ ৪৬ ০ ইংল্যান্ড লিডস ১১ইজুলাই ১৯৩০
মাইকেল ক্লার্ক ৩২৯* ৪৬৮ ৩৯ ১ ভারত সিডনি ৩রা জানু. ২০১২
টেস্ট অধিনায়কদের ট্রিপল সেঞ্চুরিগুলো
ব্যাটসম্যান রান বল ৪ ৬ প্রতিপক্ষ মাঠ ম্যাচশুরু
ববি সিম্পসন (অসি) ৩১১ ৭৪০ ২৩ ১ ইংল্যান্ড ম্যানচেস্টার ২৩ জুলাই ১৯৬৪
গ্রাহাম গুচ (ইং) ৩৩৩ ৪৮৫ ৪৩ ৩ ভারত লর্ডস ২৬ জুলাই১৯৯০
মার্ক টেলর (অসি) ৩৩৪* ৫৬৪ ৩২ ১ পাকিস্তান পেশোয়ার ১৫ অক্টো.১৯৯৮
ব্রায়ান লারা (ও.ই) ৪০০* ৫৮২ ৪৩ ৪ ইংল্যান্ড সেন্ট জন’স ১০ এপ্রিল২০০৪
মাহেলা জয়াবর্ধনে (শ্রী) ৩৭৪ ৫৭২ ৪৩ ১ দঃ আফ্রিকা কলম্বো ২৭ জুলাই.২০০৬
ইউনুস খান (পাক) ৩১৩ ৫৬৮ ২৭ ৪ শ্রীলঙ্কা করাচি ২১ ফেব্রু.২০০৯
মাইকেল ক্লার্ক (অসি) ৩২৯* ৪৬৮ ৩৯ ১ ভারত সিডনি ৩রা জানু.২০১২
গতকাল সিডনিতে অস্ট্রেলিয়া দিন শুরু করেছিল ৪ উইকেটে ৪৮২ রান নিয়ে। উইকেটের অঙ্ক ঠিক রেখেই আরও ১৭৭ রান যোগ করেন ক্লার্ক ও হাসি জুটি। ২৫১ রানে থাকা ক্লার্ক ৭৮ রান তুললেও মাইকেল হাসি যোগ করেন ৯৫ রান। ম্যাচের প্রথম দিন বিকাল ৪টা ৪৩ মিনিট থেকে তৃতীয় দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়া ৬২২ রান যোগ করে কেবল পন্টিংয়ের উইকেটটি হারিয়ে। এর মধ্যে অবশ্য সিডনির ১০৮ বছরের রেকর্ড ভেঙে দেন ক্লার্ক। এতদিন ধরে টিপ ফস্টারের ২৮৭ রান ছিল এসসিজি’র সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরএ মাঠের ১০০ টেস্টে ৩৭৪৭ জন ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমে যা পারেননি তাই করেছেন ক্লার্ক। দুপুরের বিরতিতে যান তিনি ২৯৩ রানে। এরপর ফিরে ১০ মিনিটের মধ্যেই সিডনির প্রথম ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন অসি অধিনায়ক। ইশান্ত শর্মার লেগের দিকে বল ফ্লিক করে সীমানার বাইরে পাঠিয়ে স্বপ্নের স্কোরে পৌঁছান তিনি। ভারতের কোন বোলারই ক্লার্কের কাছ থেকে সমীহ আদায় করতে পারেননি। মাঠের সবদিকেই সব ধরনের শট খেলেছেন তিনি। পঞ্চম উইকেটে ক্লার্ক হাসি জুটির সংগ্রহ ৩৩৪ রান। হাসির এটি ১৬তম টেস্ট শতক হলেও তৃতীয় দেড় শ’। এটা তার জন্য অনেক স্বস্তির ছিল এজন্য যে, গত ৯ ইনিংসে তিনবার তিনি শূন্য রানে আউট হন।
অসিদের সেরা চার ট্রিপল সেঞ্চুরি
ব্যাটসম্যান রান বল ৪ ৬ প্রতিপক্ষ মাঠ ম্যাচশুরু
ম্যাথিউ হেইডেন ৩৮০ ৪৩৭ ৩৮ ১১ জিম্বাবুয়ে পার্থ ৯ই অক্টো ২০০৩
মার্ক টেলর ৩৩৪* ৫৬৪ ৩২ ১ পাকিস্তান পেশোয়ার ১৫ অক্টো. ১৯৯৮
ডন ব্রাডম্যান ৩৩৪ ৪৪৮ ৪৬ ০ ইংল্যান্ড লিডস ১১ইজুলাই ১৯৩০
মাইকেল ক্লার্ক ৩২৯* ৪৬৮ ৩৯ ১ ভারত সিডনি ৩রা জানু. ২০১২
টেস্ট অধিনায়কদের ট্রিপল সেঞ্চুরিগুলো
ব্যাটসম্যান রান বল ৪ ৬ প্রতিপক্ষ মাঠ ম্যাচশুরু
ববি সিম্পসন (অসি) ৩১১ ৭৪০ ২৩ ১ ইংল্যান্ড ম্যানচেস্টার ২৩ জুলাই ১৯৬৪
গ্রাহাম গুচ (ইং) ৩৩৩ ৪৮৫ ৪৩ ৩ ভারত লর্ডস ২৬ জুলাই১৯৯০
মার্ক টেলর (অসি) ৩৩৪* ৫৬৪ ৩২ ১ পাকিস্তান পেশোয়ার ১৫ অক্টো.১৯৯৮
ব্রায়ান লারা (ও.ই) ৪০০* ৫৮২ ৪৩ ৪ ইংল্যান্ড সেন্ট জন’স ১০ এপ্রিল২০০৪
মাহেলা জয়াবর্ধনে (শ্রী) ৩৭৪ ৫৭২ ৪৩ ১ দঃ আফ্রিকা কলম্বো ২৭ জুলাই.২০০৬
ইউনুস খান (পাক) ৩১৩ ৫৬৮ ২৭ ৪ শ্রীলঙ্কা করাচি ২১ ফেব্রু.২০০৯
মাইকেল ক্লার্ক (অসি) ৩২৯* ৪৬৮ ৩৯ ১ ভারত সিডনি ৩রা জানু.২০১২
No comments