আসিফ যা বলেছিলেন-
স্টাফ রিপোর্টার: বেসরকারি টেলিভিশন ‘বাংলাভিশন’-এর সরাসরি পৃষ্ঠা ৮ কলাম ৬
সমপ্রচারিত অনুষ্ঠান ‘ফ্রন্ট লাইন’-এ এক দর্শকের প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, উনি যেটা বলেছেন, ধরেন জামায়াতে ইসলামীদের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা ভাই, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আমরা যতটুকু জানি, ওই সময়ে যে, আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল, সেটার সাথে জামায়াতের শীর্ষ স্থানীয় কিছু লিডার জড়িত ছিল। এখন অনেক তরুণ লিডার আছে, যারা ওই সময়ে আপনার অবশ্যই জড়িত ছিল না। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে তো আপনার একমাত্র দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া- আমার জানা মতে আর বাকি সবারই, যতটুকু আমি পড়াশোনা করেছি, ইনভলমেন্ট ছিল। দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের কি ইনভলমেন্ট ছিল? উনি তখন জামায়াত লিডারও ছিলেন না, উনি কোন বিখ্যাত লোকও ছিলেন না, যুদ্ধাপরাধ করার মতো ক্ষমতাও উনার ছিল না। উনাকে কেনই জড়ানো হয়েছে তা আমি জানি না, ওটা আদালতের রায় বের হলে বুঝতে পারবো।
সমপ্রচারিত অনুষ্ঠান ‘ফ্রন্ট লাইন’-এ এক দর্শকের প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, উনি যেটা বলেছেন, ধরেন জামায়াতে ইসলামীদের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা ভাই, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আমরা যতটুকু জানি, ওই সময়ে যে, আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল, সেটার সাথে জামায়াতের শীর্ষ স্থানীয় কিছু লিডার জড়িত ছিল। এখন অনেক তরুণ লিডার আছে, যারা ওই সময়ে আপনার অবশ্যই জড়িত ছিল না। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে তো আপনার একমাত্র দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া- আমার জানা মতে আর বাকি সবারই, যতটুকু আমি পড়াশোনা করেছি, ইনভলমেন্ট ছিল। দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের কি ইনভলমেন্ট ছিল? উনি তখন জামায়াত লিডারও ছিলেন না, উনি কোন বিখ্যাত লোকও ছিলেন না, যুদ্ধাপরাধ করার মতো ক্ষমতাও উনার ছিল না। উনাকে কেনই জড়ানো হয়েছে তা আমি জানি না, ওটা আদালতের রায় বের হলে বুঝতে পারবো।
No comments