অতিরিক্ত ওজনের কারণে খুনের দায় থেকে মুক্তি
মানবজমিন ডেস্ক: শরীরে মাত্রাতিরিক্ত ওজনের কারণে খুনের দায় থেকে রেহাই পেয়েছেন টেক্সাসের মেরা রোসালেস। ৪৭০ কেজি ওজনের ৩১ বছর বয়সী মেরা রোসালেস ছেলেটির মাথায় আঘাত করে হত্যা করতে পারেন না। কারণ, তার হাত এতটাই ভারী যে তার পক্ষে সেটি দিয়ে কাউকে আঘাত করা সম্ভব নয়। ২০০৮ সালে যখন দুই বছর বয়সী এলিসির জুনিয়র মারা যায় তখন তিনি তার বেবিসিটার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তখন দাবি করা হয়েছিল এলিসির ওপরে তিনি পড়ে যাওয়ায় শিশুটি মারা গেছে। কিন্তু ডাক্তাররা যখন বলেছিলেন কেবল মাথায় আঘাত পাবার কারণেই শিশুটির মৃত্যু ঘটে থাকতে পারে তখন রোসালেস স্বীকার করেছিলেন যে, নিজের বোন জেমিকে বাঁচাতেই তিনি ওই পড়ে যাওয়ার গল্প বানিয়েছিলেন। ঘটনার দিন জেমি বেশ কয়েকবার শিশুটির মাথায় চিরুনি দিয়ে আঘাত করেছিল বলে তিনি উল্লেখ করেছিলেন। বিশাল শরীরের কারণে চলাফেরায় অসুবিধার কারণে রোসালেস স্বামী বেরনিকে নিয়ে বোন জেমির সঙ্গে একই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। রোসালেস সারাদিন বিছানায় শয্যাশায়ী হলেও জেমি তার চার সন্তানকে তার জিম্মায় রেখে বাইরে ঘুরে বেড়াতো। রিভেল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে রোসালেস বলেছেন, জেমির চেয়ে আমাকেই মসায়ের দায়িত্ব বেশি পালন করতে হতো। জেমি যখনই বাইরে বেড়াতে বা কেনাকাটায় যেত তখনই সে সন্তানদের আমার কাছে রেখে যেত। ২০০৮ সালের মার্চ মাসে একটি ঘটনা বেশ ভয়াবহ রূপ নেয়। রোসালেস দেখেন এলিসিও সকালের নাস্তা খেতে চাইছে না বলে জেমি তাকে আঘাত করছে। তখন রোসালেস বলেছিলেন, এভাবে কান্না করলে এলিসিও খাবে না। এতে জেমি ক্ষিপ্ত হয়ে চিরুনি দিয়ে হাতে পায়ে এবং মাথায় আঘাত করে। এর ফলে তার শরীর বেশ ফুলে গিয়েছিল। এরপর জেমি তাকে ঘুম পাড়িয়ে বাইরে চলে গিয়েছিল।
No comments