গোলাম আযমের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযোগ দাখিল
স্টাফ রিপোর্টার: জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার রেজিস্ট্রার কার্যালয়ে প্রসিকিউশন পুনর্বিন্যস্ত অভিযোগ জমা দেয়। এ অভিযোগ আমলে নেয়া, না নেয়ার বিষয়ে আগামী ৯ই জানুয়ারি
পৃষ্ঠা ৫ কলাম ৩
আদেশ দেয়া হবে। এর আগে প্রথমবারের অভিযোগ সুবিন্যস্ত না হওয়া ও অগোছালো হওয়ার কারণে ২৬শে ডিসেম্বর ট্রাইব্যুনাল তা ফেরত দিয়েছিল। এর প্রেক্ষিতেই এই অভিযোগ দাখিল করা হলো। এদিকে মামলা থেকে অব্যাহতি দান ও গোলাম আযমের মামলা বাতিলের ব্যাপারে তার আইনজীবীর দাখিল করা আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে শ্রেণীবদ্ধভাবে ও সুবিন্যস্ত করে আনুষ্ঠানিক অভিযোগ আবার দাখিল করা হয়েছে। এ অভিযোগ আমলে নেয়া বা না নেয়ার বিষয়ে ট্রাইব্যুনাল আগামী ৯ই জানুয়ারি আদেশের দিন ধার্য করেছে। ১২ই ডিসেম্বর গোলাম আযমের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাতে ৫২টি অভিযোগ উল্লেখ করে তাকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে শুনানির পর ট্রাইব্যুনাল জানায়, অভিযোগের তথ্য-উপাত্ত ও প্রতিবেদন যথাযথভাবে বিন্যস্ত করা হয়নি। এ জন্য তা পুনর্বিন্যস্ত করে ৫ই জানুয়ারির মধ্যে আবারও দাখিল করতে ওই দিন আনুষ্ঠানিক অভিযোগ ফেরত দেয়া হয়। তবে এবারের অভিযোগপত্রে গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে চক্রান্তের ৬টি, তাদের সঙ্গে পরিকল্পনার ৩টি, উস্কানি দেয়ার ২৮টি, সম্পৃক্ততার ২৪টি এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ রয়েছে।
পৃষ্ঠা ৫ কলাম ৩
আদেশ দেয়া হবে। এর আগে প্রথমবারের অভিযোগ সুবিন্যস্ত না হওয়া ও অগোছালো হওয়ার কারণে ২৬শে ডিসেম্বর ট্রাইব্যুনাল তা ফেরত দিয়েছিল। এর প্রেক্ষিতেই এই অভিযোগ দাখিল করা হলো। এদিকে মামলা থেকে অব্যাহতি দান ও গোলাম আযমের মামলা বাতিলের ব্যাপারে তার আইনজীবীর দাখিল করা আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে শ্রেণীবদ্ধভাবে ও সুবিন্যস্ত করে আনুষ্ঠানিক অভিযোগ আবার দাখিল করা হয়েছে। এ অভিযোগ আমলে নেয়া বা না নেয়ার বিষয়ে ট্রাইব্যুনাল আগামী ৯ই জানুয়ারি আদেশের দিন ধার্য করেছে। ১২ই ডিসেম্বর গোলাম আযমের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাতে ৫২টি অভিযোগ উল্লেখ করে তাকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে শুনানির পর ট্রাইব্যুনাল জানায়, অভিযোগের তথ্য-উপাত্ত ও প্রতিবেদন যথাযথভাবে বিন্যস্ত করা হয়নি। এ জন্য তা পুনর্বিন্যস্ত করে ৫ই জানুয়ারির মধ্যে আবারও দাখিল করতে ওই দিন আনুষ্ঠানিক অভিযোগ ফেরত দেয়া হয়। তবে এবারের অভিযোগপত্রে গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে চক্রান্তের ৬টি, তাদের সঙ্গে পরিকল্পনার ৩টি, উস্কানি দেয়ার ২৮টি, সম্পৃক্ততার ২৪টি এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ রয়েছে।
No comments