বিশ্ব মাতাচ্ছে কোলাভেরি ডি
বিনোদন ডেস্ক: গত বছরের শেষের দিকে প্রকাশিত হয়ে যে গানটি জনপ্রিয়তার সকল রেকর্ড ছাড়িয়ে গেছে সেটি হলো সবার পরিচিত ‘কোলাভেরি ডি’। শুধু ভারত নয়, বাংলাদেশসহ সারা বিশ্বই বর্তমানে মেতেছে কোলাভেরি ডি গানটির তালে। শুধু গান নয়, তামিল ভার্সনের এ গানটির মিউজিক ভিডিওটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন মাত্র ১৮ বছর বয়সী সংগীত পরিচালক আনুরোধ রাবিচন্দর। মাত্র পাঁচ মিনিটে গানটির সুর করেছেন তিনি। আর গানটি গেয়েছেনও কিছু অংশ। লিখেছেন তামিল অভিনেতা ও গায়ক ধনুশ। ধনুশ ভারতের স্বনামধন্য অভিনেতা রজনীকান্তের জামাতা। চার মিনিট আট সেকেন্ডের এ গানটির রেকর্ডিং হয় চেন্নাইয়ের একটি স্টুডিওতে। মূলত এটি আপকামিং তামিল ছবি ‘৩’-এর একটি গান। ধনুশের স্ত্রী এবং রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি বছরই। কিন্তু মুক্তির আগেই ছবির গানটি রেকর্ড গড়লো। গানটির কথা ইংরেজি হলেও এটি ধনুশ গেয়েছেন সম্পূর্ণ তামিল সুর ও স্টাইলে। গানটি প্রকাশিত হয় গত বছরের ১৬ই নভেম্বর। ২৪শে নভেম্বর থেকে গানটি নিয়মিত প্রচার শুরু হয় এমটিভিতে। চ্যানেলটিতে তামিল কোন ছবির গান এটাই প্রথম প্রচার। এখন পর্যন্ত ইউটিউবে গানটির দর্শক ভিউ সংখ্যা ৩০ মিলিয়নের ওপরে। প্রথম ১৮ দিনেই গানটি মোবাইলে ডাউনলোড হয় ২ লাখ ১০ হাজারেরও বেশিবার। এরপর বেশ কয়েকটি ভার্সন প্রকাশিত হয় কোলাভেরি ডি। বিশেষ করে গানটি নতুন ভার্সনে ফিচারিং করে তাক লাগিয়ে দেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগমের চার বছরের পুত্র নিভান নিগম। সম্পূর্ণ নিজস্ব স্টাইলে ধনুশের এ গানটি গেয়ে ছোট নিভান দারুণ চমক দেখিয়েছে বিশ্বকে। খোদ বাবা সনু নিগমও অবাক ছেলের এ জাদুকরি কারিশমা দেখে। লতা মঙ্গেশকর পর্যন্ত নিভানের অসাধারণ গায়কী দেখে অবাক না হয়ে পারেননি। তিনি এ সম্পর্কে বলেন, আমি নিভানের গায়কী দেখে মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি। নিভান আসলে উপরওয়ালার দেয়া একটি বরদান’। এদিকে ধনুশের গানটির পর নিভান ফিচারিং কোলাভেরি ইউটিউবে চার লাখেরও বেশি মানুষ উপভোগ করেছেন
No comments