ত্রিপুরায় লোকনাট্যদল
স্টাফ রিপোর্টার: ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রধান নাট্য সংগঠন বর্ণালী আয়োজিত তৃতীয় বর্ষ ‘অসীমান্তিক’ নাট্যোৎসব ২০১১-এর আমন্ত্রণ পায় বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল। ত্রিপুরার মেলাঘর টাউন হল মঞ্চে ২১ থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ নাট্যোৎসবে লোক নাট্যদল তাদের অত্যন্ত জনপ্রিয় দুটি প্রযোজনা ‘কঞ্জুস’ ও ‘সোনাই মাধব’ নিয়ে অংশগ্রহণ করে। উৎসবের পঞ্চম দিন ২৫শে ডিসেম্বর মঞ্চস্থ হয় বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক তারিক আনাম খান রূপান্তরিত ও কামরুন নূর চৌধুরী নির্দেশিত ‘কঞ্জুস’ এবং ২৬শে ডিসেম্বর মঞ্চস্থ হয় বাংলাদেশের বহুল আলোচিত প্রযোজনা ইউজিন গোমেজ নির্দেশিত ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। দুটি নাটকই ব্যাপক দর্শকপ্রিয়তা পায় এবং মিলনায়তন পূর্ণ দর্শক করতালির মাধ্যমে লোকনাট্যদলকে অভিনন্দন জানায়। প্রদর্শনী শেষে উৎসব আয়োজক কমিটির চেয়ারম্যান-ত্রিপুরা বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার শ্রী সুবল রুদ্র লোকনাট্যদল এবং লোকনাট্যদলের অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানায় এবং স্মারক উপহার প্রদান করেন।
No comments