বঙ্গবন্ধু সেতুর ৪ কর্মকর্তা চাকরিচ্যুত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান জিএসআইসি-এসইএল-ইউডিসি’র ৪ কর্মকর্তাকে অনিয়ম ও দুর্নীতি দায়ে গত মঙ্গলবার চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু যমুনা সেতুর টোল অপারেটর জিএসআইসি-এসইএল-ইউডিসি’র ৪ কর্মকর্তা শিফট ইনচার্জ আরাফত হোসেন ও জোবায়ের হোসেন এবং টোল সংগ্রহকারী মো. এনামুল কবির ও রাজিব হাসান দীর্ঘদিন ধরে টোপ্লাজায় অনিয়ম ও দুর্নীতি করে আসছিল। এ অবস্থায় বঙ্গবন্ধু সেতুর সাইটে কর্মরত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ওই চার কর্মকর্তার টোল আদায় কার্যক্রমের ওপর গত ৭ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত তদন্ত চালায়। ১০ দিনের তদন্তে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হয়। ২রা জানুয়ারি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী স্বাক্ষরিত এক চিঠিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত ৪ জনকে চাকরিচ্যুত করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি মো. আমিনুল হককে চিঠি দেয়া হয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই ৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। বঙ্গবন্ধু সেতুর টোল অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার সিফাত কাদের সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
No comments