সমাজসেবায় কেট

যুক্তরাজ্যের অনেক দাতব্য প্রতিষ্ঠানেরই তাঁকে পৃষ্ঠপোষক হিসেবে পাওয়ার আশা ছিল। কিন্তু কাদের পক্ষে তিনি দাঁড়াবেন, তা কেট মিডলটন জানালেন গতকাল বৃহস্পতিবার। চারটি দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন ওই প্রতিষ্ঠানগুলোর পক্ষে আগামী কয়েক মাসে দেশব্যাপী সরকারি ও বেসরকারি সফরে যাবেন। প্রতিষ্ঠান চারটি হচ্ছে: অ্যাকশন অন অ্যাডিকশন, ইস্ট অ্যাংলিয়াস চিলড্রেনস হসপিসেস


(ইএসিএইচ), আর্ট রুম ও ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি। এ ছাড়া তিনি স্কাউট অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করবেন। সেন্ট জেমস’স প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, এর মধ্য দিয়ে শিল্প, সমাজ ও মানুষের সেবায় ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের অঙ্গীকারের বিষয়টিই ফুটে উঠেছে।
জনহিতকর কাজে সম্পৃক্ত হওয়া ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এর মাধ্যমে তাঁরা দেশে তাঁদের ভাবমূর্তি উন্নতির চেষ্টা করেন। কেট মিডলটনের প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়ানা তাঁর জনহিতকর কাজের জন্য সুপরিচিত ছিলেন।
আর্ট রুম প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী পদ্ধতিতে দুর্বল চিত্তের শিশুদের নিয়ে কাজ করে। তারা শিল্পকর্মের সাহায্যে শিশুদের চিকিৎসা করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জুলি বিয়েটি বলেন, ‘আমরা অভিভূত ও রোমাঞ্চিত। এর ফলে এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে। লোকে আমাদের কাজ সম্পর্কে জানতে পারবে।’
কেট এর আগেও সেবামূলক কাজ করেছেন। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি মিলে যে দাতব্য ফাউন্ডেশন করেছেন, সেটির সঙ্গেও যুক্ত তিনি।
দাতব্য প্রতিষ্ঠান অ্যাকশন অন অ্যাডিকশন মাদকসেবীদের চিকিৎসাসহ বিভিন্ন কাজ করে। ইএসিএইচ-ও শিশুদের নিয়ে কাজ করে। গত নভেম্বরে ব্যক্তিগতভাবে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করেন কেট। এ ছাড়া কেট লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির সঙ্গেও যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটি বলেছে, তারা ডাচেস অব কেমব্রিজকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। বিবিসি।

No comments

Powered by Blogger.