নিউ ক্যাসেল’র কাছেও হারলো ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় খেলায় হার মেনে শীর্ষ স্থানের সঙ্গে নিজেদের পয়েন্ট পার্থক্য বড় করলো ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় নিউক্যাসল ইউনাইটেডের কাছে এ হার ৩-০ গোলের। নিউক্যাসলের পক্ষে গোলের শুরু করেন স্ট্রাইকার ডেম্বা বা। মওসুমে এটা তার ১৫ নম্বর গোল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে নেন ইয়োহান কাবায়ি। আর খেলার শেষ মিনিটে সমর্থকদের হতাশা বাড়িয়ে নিজ জালে গোল ঠেলে দেন ম্যানইউ ডিফেন্ডার ফিল জোন্স। নিউক্যাসলের জেমস পার্কের মাঠে এদিন ইংলিশ তারকা ওয়েন রুনিকে মাঠে নামিয়েছিলেন ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তবে মাত্র শেষ ১৬ মিনিটের জন্য বদলি হিসেবে খেলতে নেমে মাঠে দৌড়াদৌড়ি করা ছড়া রুনি কাজের কাজ করতে পারেননি কিছুই। প্রিমিয়ার লীগের আগের ম্যাচে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে নিজেদের মাঠে ২-৩ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড তারকারা। কোচ ফার্গুসন বিরাগ নিয়ে সেই ম্যাচে দলের সেরা তারকা রুনিকে সাইড লাইনে বসিয়ে রাখেন। সস্ত্রীক ডিনারে যাওয়া নিয়ে কোচের সঙ্গে আগের দিনের বিতর্কে ১ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে রুনিকে। বুধবার নিউক্যাসলের কাছে পরাজয় শেষে ফার্গুসন বলেন, ‘এমন নয় যে সুযোগ শেষ। ম্যান সিটি এগিয়ে আছে ঠিক।’
তবে এ পরাজয়ে আলাদা চিন্তার অবকাশ রয়েছে ফার্গুসনের জন্য। কারণ, টানা দুই হারটা না আবার তিন হয়ে যায়। আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে রেড ডেভিলরা মোকাবিলা করবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে। তবে প্রিমিয়ার লীগে বুধবার দারুণ জয় শেষে স্বাভাবিক উৎফুল্ল প্রকাশ করেন নিউক্যাসল কোচ অ্যালান পারডিউ ‘আমরা জিতেছি, কারণ পুরো খেলাটাই খেলেছি আমরা পরিকল্পনা মাফিক। তাদের খেলতে দেবো না লক্ষ্য ছিল।’ এ দিন খেলার শুরু থেকে স্বাভাবিক ছন্দেই দেখা দেয় রেড ডেভিলরা। আগের ম্যাচে দুই গোল করা বুলগেরিয়ান তারকা দিমিতার বারবাতোভের হেড গোলপোস্টে না লাগলে ম্যানইউ-ই হয়তো খেলায় এগিয়ে যেতো। কিন্তু মাত্র মিনিট পরেই দেম্বা বা’র গোল স্বাগতিকদের গুছিয়ে দেয়ার সঙ্গে বিক্ষিপ্ত করে ম্যানচেস্টার তারকাদের খেলা।
তবে এ পরাজয়ে আলাদা চিন্তার অবকাশ রয়েছে ফার্গুসনের জন্য। কারণ, টানা দুই হারটা না আবার তিন হয়ে যায়। আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে রেড ডেভিলরা মোকাবিলা করবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে। তবে প্রিমিয়ার লীগে বুধবার দারুণ জয় শেষে স্বাভাবিক উৎফুল্ল প্রকাশ করেন নিউক্যাসল কোচ অ্যালান পারডিউ ‘আমরা জিতেছি, কারণ পুরো খেলাটাই খেলেছি আমরা পরিকল্পনা মাফিক। তাদের খেলতে দেবো না লক্ষ্য ছিল।’ এ দিন খেলার শুরু থেকে স্বাভাবিক ছন্দেই দেখা দেয় রেড ডেভিলরা। আগের ম্যাচে দুই গোল করা বুলগেরিয়ান তারকা দিমিতার বারবাতোভের হেড গোলপোস্টে না লাগলে ম্যানইউ-ই হয়তো খেলায় এগিয়ে যেতো। কিন্তু মাত্র মিনিট পরেই দেম্বা বা’র গোল স্বাগতিকদের গুছিয়ে দেয়ার সঙ্গে বিক্ষিপ্ত করে ম্যানচেস্টার তারকাদের খেলা।
No comments