জাতীয় হকি শুরু শনিবার
স্পোর্টস রিপোর্টার: চার বছর ২৮তম জাতীয় হকি প্রতিযোগিতা শনিবার থেকে হকি টার্ফে গড়াচ্ছে। চার বছর পর হতে যাওয়া এই প্রতিযোগিতায় ১৫টি জেলা দলসহ ২১টি দল অংশ নিচ্ছে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘জাতীয় হকি আয়োজনের ব্যাপারে সকল প্রস্তুতি প্রায় শেষ। এখন কেবল খেলা মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে ফেডারেশন।’ ১১ই নভেম্বর ফেডারেশনে এডহক কমিটি আসার পর বিজয় দিবস হকি অনুষ্ঠিত হয়েছে। এবার আরও একটি টুর্নামেন্ট গড়ানোর অপেক্ষায় রয়েছে নতুন এই কিমিটি। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, জাতীয় হকি নিয়মিত না হওয়ায় ভাল মানের খেলোয়াড়ের সঙ্কট তৈরি হচ্ছে। ১৫টি জেলা ও একটি বিভাগীয় দলসহ বিকেএসপি ও চার সার্ভিসেস দল সাত গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। যেসব জেলা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এগুলো হলো- ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, টাঙ্গাইল, পটুয়াখালী, কুমিল্লা এবং বিভাগীয় দল চট্টগ্রাম। এছাড়া বিকেএসপি’র সঙ্গে চার সার্ভিসেস দলগুলো হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। লীগ পদ্ধতিতে প্রতিযোগিতা হবে। পরে সুপার লীগের মাধ্যমে সেমিফাইনালের দল নির্ধারিত হবে।
No comments