যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক নয়
বিশ্ববিদ্যালয় রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যারা মানুষদের হত্যা করেছে, ধর্ষণসহ নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরই বিচার শুরু হয়েছে। এ বিচার কোন রাজনৈতিক বিচার নয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব ক্রেমিনোলজি (বিএসসি)’র দ্বিতীয় বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধীদের ও গণহত্যাকারীদের বিচার করার জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। যারা ’৭১-এ হত্যা, লুণ্ঠন ও যুদ্ধাপরাধ করেছে তাদেরই বিচার শুরু হয়েছে। যারা এই ধরনের অপরাধ করেছে একাকী বা দলগতভাবেই তাদের বিচার করা হবে। এ বিচার আমাদের দেশেই হবে এবং তা হবে আন্তর্জাতিক আইনেই। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় ১৯৭৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এরপর সামরিক শাসকরা অবৈধভাবে এই শাসন ক্ষমতা দখল করেছিল। তিনি আরও বলেন, আমদের স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্যকে সামরিক শাসকরা ধ্বংস করেছে। সামরিক শাসকরা তাদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করেছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ভার্জেনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মোকাররম হোসাইন।
No comments