ডারবান টেস্ট-শ্রীলঙ্কার নতুন ইতিহাস

নিজের কথা এখন নিশ্চয়ই গিলতে বাধ্য হচ্ছেন কেপলার ওয়েসেলস। সিরিজ শুরুর আগে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের “এ” দলও শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে।’ সেই শ্রীলঙ্কাই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল চার দিনে, জয় ২০৮ রানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করেও ফিরছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের পর থেকেই তলানির দিকে যেতে থাকা দল বছর শেষ করল অসাধারণ এক জয়ে।


কাল সমাপ্ত হলো ২০১১ আন্তর্জাতিক ক্রিকেটবর্ষও। একসময় মনে হচ্ছিল ম্যাচটা বুঝি পঞ্চম দিনেই গড়াচ্ছে। সপ্তম উইকেট জুটিতে ৩৪ ওভার কাটিয়ে দেন এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। দ্বিতীয় নতুন বলে রঙ্গনা হেরাথ ডি ভিলিয়ার্সকে আউট করে ৯৯ রানের জুটিটা ভাঙার পরই আবার হুড়মুড় করে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা, শেষ ৪ উইকেট হারায় ৯ রানে। স্বাগতিকদের ইনিংসে এমন একটা ধস নেমেছিল লাঞ্চের পরও। ৪৫০ রান তাড়া করতে নেমে গ্রায়েম স্মিথকে হারিয়েছিল শুরুতেই। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন রুডলফ-আমলা। ৫০তম ক্যাচ নেওয়ার ম্যাচে দুই ইনিংসেই ফিফটি করেছেন হাশিম আমলা। লাঞ্চের পর প্রথম ওভারে রুডলফের বিদায় দিয়ে বিপর্যয়ের শুরু, ৪৫ রানের মধ্যে নেই ৫ উইকেট। ক্যালিস বছর শুরু করেছিলেন কেপটাউনে জোড়া সেঞ্চুরি দিয়ে, শেষ করলেন জোড়া শূন্য দিয়ে। ক্যারিয়ারে সপ্তমবারের মতো হেরাথ পেয়েছেন ৫ উইকেট।
সকালে আগের দিনের সঙ্গে ২৩ রান যোগ করেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৫০তম টেস্টে ৫ উইকেট নেন ডেল স্টেইন, পরে ব্যাট হাতেও দেখিয়েছেন কেন তিনি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের নবম সেরা অলরাউন্ডার। তবে বড় হার রুখতে যথেষ্ট হয়নি সেটাও। সূত্র: টেন ক্রিকেট।

চশমা
১৪৯তম টেস্টে ক্যারিয়ারের প্রথম ‘পেয়ার’ পেলেন ক্যালিস!

No comments

Powered by Blogger.