ওবামা কন্যাদের জন্য ফেসবুক নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েদের জন্য নিষিদ্ধ হয়ে গেল সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। বয়স আঠারো না হওয়া পর্যন্ত তারা এটি ব্যবহার করতে পারবে তারা। আর এ নিয়মটি জারি করেছেন স্বয়ং তাদের বাবা বারাক ওবামা। কারণ ওবামা চান না তার ঘরের খবর পরে জেনে যাক। খবর মেইল অনলাইনের। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে জয় এনে দিয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোই। ফেসবুকসহ


ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলোর ব্যাপক ব্যবহার করে তরুণদের মন জয় করেছিলেন ওবামা। এজন্য ওবামাকে অনেকে বিশ্বের 'প্রথম সোশ্যাল মিডিয়া প্রেসিডেন্ট' হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। আগামী নির্বাচনেও এ মাধ্যমে আবার ঝড় তুলবেন তিনি এ কথা সহজেই অনুমেয়। তবে নিজে যতই ভক্ত হোন না কেন, সেই ফেসবুক ব্যবহারের ওপরই খৰহস্ত হয়েছেন ওবামা। নিজের মেয়ে মালিয়া (১৩) ও শাশার (১০) ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন। তার কথা, বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত তারা ফেসবুক ব্যবহার করতে পারবে না। কারণ নইলে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে তার ঘরের অভ্যন্তরীণ বিষয়ে খোঁজখবর নেওয়ার সুযোগ পেয়ে যাবে।

No comments

Powered by Blogger.