অবশেষে ম্যাডোনাও
পপ
সম্রাজ্ঞী বলে পরিচিত ম্যাডোনা টপলেস হয়ে পোজ দিয়েছেন একটি ম্যাগাজিনে।
শরীরের উপরের অংশ একেবারে অনাবৃত করে এমন ছবি তিনি এই প্রথম তুললেন। এখন
তার বয়স ৫৬ বছর। এই বয়সে এভাবে উদোম শরীর সবার সামনে তুলে ধরায় তার
সমালোচনা হচ্ছে বিস্তর। অনেকে বলছেন, সীমা লঙ্ঘন করেছেন ম্যাডোনা। এ নিয়ে
পশ্চিমা মিডিয়া রিপোর্টে সয়লাব। তাতে বলা হচ্ছে, ‘ইন্টারভিউ’ ম্যাগাজিনে
এমন সব ছবির পোজ দিয়েছেন তিনি। ম্যাগাজিনটির এ মাসের ইস্যুতে ছাপা হওয়ার
কথা এসব ছবি। সঙ্গে আছে ম্যাডোনার সুদীর্ঘ একটি সাক্ষাৎকার। প্রথমে শরীরের
উপরের অংশ অনাবৃত করে পোজ দিয়েছিলেন ইংল্যান্ডের অভিনেত্রী কাইরা নাইটলি।
তারপর একেবারে উদোম হয়ে বিশ্ব মাতালেন কিম কারদাশিয়ান। পরে তার বোন
কোর্টনি-ও উদোম হয়ে দেখালেন নিজেকে। কিন্তু তাদেরকে টপকে গেলেন ম্যাডোনা।
৫৬ বছর বয়সে শরীরকে উন্মুক্ত করে ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন
তিনি। তাই তার প্রশংসাও করছেন কেউ কেউ। বলছেন, ম্যাডোনার বয়স ৫৬ বছর হলেও
তার শরীরে কোন আঁচড় লাগে নি। কোথাও ভাঁজ পড়েনি। তিনি সেই শরীর সবার সামনে
তুলে ধরে নিজের সাহসের প্রমাণ দিয়েছেন। তা ক্যামেরাবন্দি করেছেন মার্ট আলাস
ও মারকাস পিগোট। তাতে দেখা গেছে, ম্যাডোনা নিজের শরীরকে বিভিন্ন ভঙ্গিতে
তুলে ধরেছেন। ম্যাডোনার অনুসারী গায়িকা অ্যানি লেনোক্স। তিনি এমন পোশাক পরে
পোজ দেয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নিজের শরীর দেখানোর
মধ্যে নারীর গর্ব করার কিছু নেই। ম্যাডোনা আমাদেরকে হতবিহ্বল ছাড়া আর কিছু
করতে পারেন নি। আমার মনে হয় এখন প্রশ্ন এসে গেছে যে, ম্যাডোনা এর মাধ্যমে
আমাদেরকে কি বলতে চান? কেউ কি জানেন? জ্যানেট স্ট্রিট পর্টার তার সঙ্গে
যুক্ত হয়ে বলেছেন, আমার মনে হয় এর মাধ্যমে তিনি মনোযোগ আকর্ষণের চেষ্টা
করেছেন।
No comments