শামীম ওসমানের হুমকিতে কাজ হবে না, ত্বকী হত্যার বিচার হবেই -ত্বকী মঞ্চের সমাবেশে বক্তাদের ক্ষোভ
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের দ্রুত অভিযোগ পত্র প্রদানসহ বিচারের দাবিতে সমাবেশে বক্তারা বলেছেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে বিস্ফোরণের পর জেলা বারের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ দুইজন আইনজীবীকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্য শামীম ওসমান। কারণ ওই দুইজন ত্বকী হত্যাসহ বিভিন্ন ঘটনায় সোচ্চার। এসব হুমকিতে কোনভাবেই ত্বকী হত্যার বিচার থামানো যাবে না। হুমকিতে বিচার কাজ ধামাচাপা পড়বে না। গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকাতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবাড়ড়রফিউর রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রবীণ শ্রমিক নেতা শফিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবি’র সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাস প্রমুখ। রফিউর রাব্বি বলেন, ইদানিং শামীম ওসমান মাদকের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু মাদক ব্যবসায়ীরা শামীম ওসমানের লোক। সিদ্ধিরগঞ্জের নূর হোসেন মাদক ব্যবসা করতো কিন্তু এ নূর হোসেন তার লোক। এ হাস্যকর কার্যকলাপ করে নারায়ণগঞ্জবাসীকে বোকা বানাতে চায়।ড়নারায়ণগঞ্জের ক’জন সাংবাদিক ও সম্পাদকের উদ্দেশ্য করে তিনি বলেন, নারায়ণগঞ্জে কয়েকটি পত্রিকা ও পত্রিকার সম্পাদক শামীম ওসমানকে নৈতিক সমর্থন করে। এখনও সময় আছে নৈতিক সমর্থন বন্ধ করুন। সঠিক তথ্য প্রকাশ করুন। শামীম ওসমানের নৈতিক সমর্থন দেন কিন্তু শামীম ওসমান তো পালিয়ে যাবে আপনারা কোথায় যাবেন। আমরা ত্বকী হত্যার খুনিদের পাশাপাশি সকলের বিচার চাইবো। শামীম ওসমানকে উদ্দেশে করে রাব্বি বলেন, হুমকি-ধমকি দিবেন আর নারায়ণগঞ্জবাসী ভয় পাবে? পিছনের দিকে তাকান। ত্বকী হত্যার বিচার হবে। ত্বকী হত্যাসহ সকল হত্যাকা-ের হিসাব কড়ায়-গ-ায় নিবো।ড়নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে তিনি বলেন,ড়ড়নারায়ণগঞ্জবাসী ভয় পাবে না। ভয় পাওয়া কারণ নাই। সন্ত্রাসী চাঁদাবাজদের ভয় পাবেন না। এ নারায়ণগঞ্জ আমাদের মানুষের- কোনড়পশু হিংস্র জন্তুদের না। এখানে মানুষ বসবাস করবে। প্রধানমন্ত্রী খুনিদের দায়-দায়িত্ব নিয়েছেন তার পরিণাম ভাল হবে না।
No comments