‘আওয়ামী লীগ টেন্ডারবাজি আর দুর্নীতিতে মেতেছে’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে দুঃশাসন চলছে। সরকারদলীয় আওয়ামী লীগ টেন্ডারবাজি, দুর্নীতি, ধান্ধাবাজিতে মেতে উঠেছে। এসব রুখতে না পারলে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, অনেক কিছুই বলতে চাই। কিন্তু বলতে পারি না। গতকাল রংপুর সদরের হারাটি স্কুল মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এইচ এম এরশাদ আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে বলেন, দু’দলের রেষারেষি ও হানাহানিতে দেশের মানুষ অতিষ্ঠ। যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পারেনি এ দু’দল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। জাপা চেয়ারম্যান বলেন, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যে যুব সমাজ ধ্বংসের পথে। শিক্ষার নামে সর্বত্রই চলছে অনৈতিকতা। অথচ সরকারের সেদিকে দৃষ্টি নেই। এরশাদ বলেন, তিনি ক্ষমতা থাকাকালীন দেশের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত সহ উন্নয়নের লক্ষ্যে যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে অর্থের যোগান সহ কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই সেতুর উপর দিয়ে সিরাজগঞ্জে গ্যাস দেন এবং বিএনপি ক্ষমতায় এসে বগুড়া পর্যন্ত গ্যাস আনেন। কারো রংপুরের দিকে নজর নেই। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতায় এলে প্রথম কাজ হবে রংপুরে গ্যাস এনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৪ বছর আগেও নির্বাচন হতে পারে। আর এ লক্ষ্য নিয়ে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। জাপা চেয়ারম্যান বলেন, এরশাদ ১৫১ স্লোগান নিয়ে জাতীয় পার্টির কার্যক্রম শুরু হয়েছে। এ স্লোগানকে সামনে রেখে প্রত্যাশার চেয়ে বেশি আসন নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আগামী নির্বাচনে রংপুরের এমপি হয়ে মরতে চাই। রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর এক বক্তব্যকে উদ্দেশ্য করে এইচ এম এরশাদ বলেন, জাতীয় পার্টির কোন্দলের কারণে ঝন্টু সিটি করপোরেশনের মেয়র হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে তার মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে হারাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আগামী রংপুর সিটি করপোরেশনের মেয়র হবে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপা’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির সহ ৫ নং ওয়ার্ড জাপার নেতৃবৃন্দ।
No comments