ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হাগুপিত’, ৫ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে
ফিলিপাইনে
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাগুপিত ধেয়ে আসছে। এরই মধ্যে নিরাপদ স্থান ও বিভিন্ন
আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি
আঘাত হানার কথা। ফিলিপাইনের ৮১টির মধ্যে কমপক্ষে ৪৭টি প্রদেশ উচ্চ ঝুঁকির
মধ্যে রয়েছে। ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে,
ঘূর্ণিঝড় হাগুপিত কিছুটা দুর্বল হয়ে দেশের দক্ষিণ দিক বরাবর অগ্রসর হয়ে
ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বা ১২০ মাইল বেগে আঘাত হানতে পারে। দমকা হাওয়ার বেগ
ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে ঘূর্ণিঝড়টির সুনির্দিষ্ট গতিপথ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নন
আবহাওয়াবিদরা। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা ও বিবিসি। সামার ও লেইতে
প্রদেশের উপকূলীয় বহু গ্রাম ও ভূমিধস প্রবণ এলাকাসমূহ থেকে হাজার হাজার
মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন। শুধু দ্বীপবেষ্টিত সেবু প্রদেশ থেকেই
২ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ফিলিপাইনের বিভিন্ন
এয়ারলাইন্স ও সেবু প্যাসিফিক দেড় শতাধিক বিমানের যাত্রা বাতিল করেছে।
সমুদ্র ভ্রমণ সেবাসমূহও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ১৩ মাস আগে ওই অঞ্চলে
ঘূর্ণিঝড় হাইয়ানের তা-বে ৭,৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
ইউনাইটেড নেশন্স ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাস্টার রিডাকশনের
(ইউএনআইএসডিআর) এক মুখপাত্র ডেনিস ম্যাকক্লিন জানান, প্রাকৃতিক দুর্যোগ
আঘাত হানার পূর্বাভাসে এতো বিপুল সংখ্যক মানুষের নিরাপদ আশ্রয়ে যাওয়ার ঘটনা
খুব বেশি প্রত্যক্ষ করেননি তারা।
No comments