চুরি যাওয়া ৫,০০০ পাউন্ড ওজনের ‘ব্যক্তিগত’ ব্রিজ উদ্ধার
যুক্তরাষ্ট্রের
মিশিগান অঙ্গরাজ্যে রবার্ট কর্টিস নামে এক ব্যক্তি জানালেন, তার পরিবারের ৫
হাজার পাউন্ড ওজনের ফুটওভার ব্রিজটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ডেট্রয়েটের
ফার্মিংটন হিলসে তার বাড়ির কাছ থেকে ৪০ ফুট দীর্ঘ ব্রিজটি চুরি হয়েছিল।
ব্রিজটি ইস্পাত ও কাঠের তৈরি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। বিত্তবান
কর্টিস জানান, এ সপ্তাহে তিনি ব্রিজটি সরিয়ে অন্যত্র স্থাপনের পরিকল্পনা
করছিলেন। এইট মাইল রোড এলাকার কাছে নিজের জমির একটি অংশে যাওয়ার পর দেখলেন
সেখান তাদের সেই ব্রিজটি গায়েব। গত বৃহস্পতিবার পুলিশ ব্রিজটি চুরি যাওয়া
স্থান থেকে ২০ মাইল দূরে বেলেভিল থেকে উদ্ধার করে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত
হয়নি বলে জানানো হয়েছে। তবে সেটি কে বা কারা চুরি করেছিল সে সম্পর্কে কোন
তথ্য উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। কর্টিসের একটি রেস্টুরেন্টের ব্যবসা
আছে। সেখানেই বিয়ের ছবি তোলার জন্য ব্রিজটি স্থাপনের পরিকল্পনা ছিল তার।
তিনি বলছিলেন, ব্রিজটির সঙ্গে তার অনুভূতি, আবেগ জড়িত। কারণ, বেশ কয়েক দশক
আগে এটি তার পিতা নির্মাণ করেছিলেন। স্মৃতিবহুল ব্রিজটি ফিরে পেয়ে কর্টিস
তার ব্যবসা পরিকল্পনাটা সফল করতে পারবেন এবং এজন্য তিনি বেশ খুশি।
No comments