স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ভুটানের প্রধানমন্ত্রীর
সাভারের
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ সাড়ে ১০টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন
করেন। এরপরে বেলা সাড়ে ১২টায় হোটেল সোনারগাঁওয়ে শেরিং তোবগের সঙ্গে
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সৌজন্য সাক্ষাৎ ও ভুটানের
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। একই দিন গণভবনে বিকেল ৩টায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
হবে। পরে ভুটারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং জাতীয় সংসদে
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পদ্মা সেতু নির্মাণের
জন্য ভুটান থেকে পাথর আমদানি, বাংলাদেশ থেকে ওষুধ রফতানি বৃদ্ধিসহ বাণিজ্য
সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধি দল পর্যায়ে আলোচনা হবে বলে জানা
গেছে। এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি সকাল ৯টায় দ্রুক এয়ারের একটি
বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভুটানের
প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত
জানান। লাল গালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়
তাকে। সফরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী
রিনজিন দর্জি এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী নরবু ওয়াংচুকসহ ১০
সদস্যের প্রতিনিধি দল। এ ছাড়া উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দলও
রয়েছেন এ সফরে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেরিং টোবগের এটাই
প্রথম বাংলাদেশ সফর।
No comments