রাস্তার পাশে ২ নবজাতকের লাশ
বরুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কশামী গ্রামে রাস্তার পাশে ২ নবজাতকের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, গতকাল বরুড়া-চান্দিনা সড়কের পৌর এলাকার কশামী গ্রামে রাস্তার পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে। কার্টুনে কি আছে- এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। নামাজের পর গ্রামবাসী কার্টুনটি খুলে দেখে ২ নবজাতক মেয়ে শিশুর লাশ। কে বা কারা কার্টুনটি ফেলে গেছে তার হদিস পাওয়া যায়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে স্থানীয় কাউন্সিলর শাহ আলম জানান। প্রশাসনের সঙ্গে আলোচনা করে নবজাতক ২টির লাশ এলাকায় দাফন করা হয়।
No comments